Logo
×

Follow Us

বিশ্ব

বিশ্ব রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিরা: নেতৃত্বে নতুন প্রজন্ম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১১:২৮

বিশ্ব রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিরা: নেতৃত্বে নতুন প্রজন্ম

বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক সম্পৃক্ততা দিন দিন বেড়েই চলেছে। উন্নত দেশে অভিবাসন শুধু অর্থনৈতিক উন্নয়নের নয়, সামাজিক ও রাজনৈতিক সক্ষমতারও একটি বড় ধাপ। বর্তমানে কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকরা রাজনীতির মূল ধারায় যুক্ত হয়ে স্থানীয় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত নেতৃত্ব দিচ্ছেন।

কানাডায় চিকিৎসক থেকে প্রার্থী

২০২৫ সালের ২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য কানাডার ৪৫তম ফেডারেল নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ডা. এ এস এম নুরুল্লাহ তরুন প্রতিদ্বন্দ্বিতা করছেন টরন্টোর স্কারবোরো সাউথ ওয়েস্ট আসনে। তিনি কনজারভেটিভ পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচন করছেন। খুলনায় জন্ম নেওয়া এই চিকিৎসক শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে পাস করে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে এবং ঢাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে কাজ করেছেন। পরে কানাডায় এসে ইউনিভার্সিটি অব ম্যানিটোবা থেকে চিকিৎসা ডিগ্রি নিয়ে টরন্টোতে ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে কর্মরত হন।

এর আগে কানাডার প্রাদেশিক রাজনীতিতে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন ডলি বেগম, যিনি নিউ ডেমোক্রেটিক পার্টি (NDP) থেকে দুইবার অন্টারিও প্রাদেশিক সংসদ সদস্য (MPP) নির্বাচিত হয়েছেন।

যুক্তরাষ্ট্রে স্টেট সিনেটর থেকে কাউন্সিলর

যুক্তরাষ্ট্রে স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশিদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। শেখ রহমান জর্জিয়া রাজ্যের সিনেটর হিসেবে ডেমোক্রেটিক পার্টির হয়ে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন। তিনি যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত স্টেট সিনেটর। এছাড়া নিউজার্সি ও নিউইয়র্কে বহু বাংলাদেশি সিটি কাউন্সিলর ও স্কুল বোর্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অনেকে সফলও হয়েছেন।

যুক্তরাজ্যের সংসদে তিন বাংলাদেশি এমপি

যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক শক্তি সবচেয়ে দৃঢ়। বর্তমানে ব্রিটিশ পার্লামেন্টে তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রয়েছেন-

রুশনারা আলী (Bethnal Green and Bow),

টিউলিপ সিদ্দিক (Hampstead and Kilburn),

আপসানা বেগম (Poplar and Limehouse)।

তিনজনই লেবার পার্টির প্রতিনিধিত্ব করেন এবং ব্রিটিশ রাজনীতিতে বাঙালি অভিবাসীদের জন্য গর্বের প্রতীক।

ইউরোপেও বাড়ছে সম্পৃক্ততা

ইতালি, ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডসে বাংলাদেশিরা স্থানীয় পর্যায়ে রাজনীতিতে যুক্ত হচ্ছেন। ইতালির রোম ও ভেনিসে কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি প্রার্থীরা অংশ নিয়েছেন। ফ্রান্সে তরুণ বাংলাদেশিরা নাগরিক অধিকার ও সামাজিক সংগঠনের মাধ্যমে সক্রিয় হয়ে উঠছেন।

বাংলাদেশি অভিবাসীরা এখন শুধু অর্থনীতির কর্মযোদ্ধা নন, বরং রাজনৈতিক নেতৃত্বেও উঠে আসছেন। তাদের এই অগ্রযাত্রা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে নিজেদের অধিকার, পরিচয় ও ভবিষ্যৎ নির্মাণে। “ভোটার থেকে নেতা হওয়ার” এই অভিযাত্রা আজ বিশ্বজুড়ে বাঙালির গর্বের প্রতীক।

তথ্যসূত্র: এআই 

Logo