Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

২০২৫ সালের নতুন হজ নীতিমালা ঘোষণা করল সৌদি সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১২:২৪

২০২৫ সালের নতুন হজ নীতিমালা ঘোষণা করল সৌদি সরকার

সৌদি আরব হজ ২০২৫ উপলক্ষে নতুন বিধিনিষেধ ও শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করেছে, যা ২০২৪ সালের জুন মাস থেকে কার্যকর হয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য হজ ব্যবস্থাপনাকে আরো সুশৃঙ্খল করা, অবৈধ হজ কার্যক্রম রোধ করা এবং অনুমোদিত হাজিদের নিরাপত্তা নিশ্চিত করা।

হজ পারমিট ও প্রবেশ নিয়ম

- আবশ্যিক হজ পারমিট: সব হাজিকে "নুসুক" প্ল্যাটফর্মের মাধ্যমে হজ পারমিট সংগ্রহ করতে হবে। 

- মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা: ২০২৪ সালের ২ জুন থেকে ২০ জুন পর্যন্ত মক্কা, মিনার, আরাফাত, মুজদালিফা ও সংশ্লিষ্ট এলাকায় পারমিট ছাড়া প্রবেশ নিষিদ্ধ। 

- নুসুক কার্ড: প্রত্যেক অনুমোদিত হাজিকে ডিজিটাল ও ফিজিক্যাল "নুসুক কার্ড" প্রদান করা হবে, যা পরিচয় যাচাই ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হবে। 

অবৈধ হজ ও শাস্তিমূলক ব্যবস্থা

- পারমিট ছাড়া হজ: পারমিট ছাড়া হজ করলে ১০ হাজার সৌদি রিয়াল (প্রায় ২,৬৬৬ ডলার) জরিমানা। পুনরায় অপরাধ করলে জরিমানা দ্বিগুণ হবে। 

- অবৈধ হাজিদের পরিবহন: অবৈধ হাজিদের পরিবহন করলে ৬ মাস পর্যন্ত কারাদণ্ড ও ৫০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা, পাশাপাশি যানবাহন জব্দ করা হবে। 

- অবৈধ সেবা প্রদান: অনুমোদন ছাড়া হজ সেবা প্রদান করলে ৫ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা ও লাইসেন্স বাতিলের শাস্তি। 

স্বাস্থ্য ও টিকা নির্দেশনা

- আবশ্যিক টিকা: হাজিদের COVID-19, ইনফ্লুয়েঞ্জা ও মেনিনজাইটিসের টিকা গ্রহণ করতে হবে।

স্বাস্থ্য সনদ: সংক্রামক রোগমুক্ত থাকার সনদপত্র আবশ্যক।

বয়স ও ভিসা নীতিমালা

- শিশুদের নিষেধাজ্ঞা: ২০২৫ সালের হজে শিশুদের অংশগ্রহণ নিষিদ্ধ।

- ভিসা সীমাবদ্ধতা: ১৪টি দেশের হাজিদের জন্য শুধু একবার প্রবেশযোগ্য ভিসা প্রদান করা হবে, যাতে অবৈধ হজ রোধ করা যায়।

বাংলাদেশি হাজিদের জন্য নির্দেশনা

- ভিসা আবেদন: বাংলাদেশি হাজিদের সৌদি ই-ভিসা সিস্টেম বা বাংলাদেশ হজ অফিসের মাধ্যমে আবেদন করতে হবে, যেখানে বৈধ পাসপোর্ট, মেডিকেল সনদ ও বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হবে।

- খাদ্য নিষেধাজ্ঞা: বাংলাদেশ থেকে খাদ্য বহন নিষিদ্ধ: হাজিদের মক্কা ও মদিনায় সরবরাহকৃত খাদ্য গ্রহণ করতে হবে।

- স্বাস্থ্য প্রটোকল: অসুস্থ হাজিদের ফিল্ড সার্ভিস গ্রুপ বা চিকিৎসা কেন্দ্রে রিপোর্ট করতে হবে এবং সর্বদা পরিচয়পত্র বহন করতে হবে।

এই বিধিনিষেধ ও নির্দেশনাগুলো হজ ব্যবস্থাপনাকে আরো সুশৃঙ্খল ও নিরাপদ করতে সহায়ক হবে। হাজিদের উচিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা এবং অনুমোদিত চ্যানেলের মাধ্যমে হজ কার্যক্রম সম্পন্ন করা।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo