Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মুখোমুখি তুরস্ক-ইসরাইল

মধ‍্যপ্রাচ‍্যে আবারো যুদ্ধের শংকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১১:৪৬

মধ‍্যপ্রাচ‍্যে আবারো যুদ্ধের শংকা

তুরস্ক-ইসরাইল যুদ্ধের শংকা

সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর, মধ‍্যপ্রাচ‍্যে নতুন আরেকটি যুদ্ধের শংকা তৈরি হয়েছে। সৃষ্টি হয়েছে শত্রুমিত্রের নতুন মেরুকরণ, তৈরি হচ্ছে নতুন যুদ্ধের সমীকরণও।   


সিরিয়ায় বাশার আল আসাদের পতন হয়েছিলো, বিদ্রোহী গোষ্ঠি হায়াত তাহরীর আল শামের হাত ধরে, যাদের সর্বব‍্যাপী সমর্থন দিয়েছিলো তুরস্ক। এরমধ‍্যদিয়ে, সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি বেড়ে গেছে বহুগুণ আর এতে করে সিরিয়ার সীমান্ত লাগোয়া ইসরাইলের মধ‍্যে তৈরি হয়েছে ভীষণ রকমের অস্থিরতা।যা একেবারেই ভালো চোখে দেখছে না ইসরাইল।  


এনিয়ে এক বিশ্লেষণে, ইউরোশিয়ান টাইমস্ বলছে, সাম্প্রতিক সময়ে তুরস্ক ইসরায়েল, সরাসরি সামরিক সংঘাতে জড়ানোর পথে, দ্রুত এগিয়ে যাচ্ছে। রিপোর্টে আশংকা করা হয়েছে, তুরস্ক সিরিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে, যা ইসরায়েলের সীমান্তে শান্তি ব্যাহত করতে পারে। 


২০২৩ সালে গাজায় ইসরাইলী বাহিনীর অভিযান শুরুর পর থেকেই, দেশটির বিরুদ্ধে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান তাঁর দেশে ইসরাইল বিরোধী মনোভাব জোরদার করেছেন। তাছাড়া সিরিয়ায় তুর্কি বাহিনী ও তাদের মিত্ররা কুর্দিদের লক্ষ‍্যবস্তু করছে। কুর্দিরা এই অঞ্চলের দুই হাজার মার্কিন সেনার নিরাপত্তায় নিয়োজিত, যাদেরকে মার্কিন-ইসরাইলীদের মিত্র বলেই মনে করা হয়। কুর্দিরা তুর্কি বাহিনীর হামলা থেকে বাঁচতে এরিমধ‍্যে ইসরাইলের সাহায‍্য চেয়েছে। ফলে, কুর্দিদের বাঁচাতে তুর্কি বাহিনীর বিরুদ্ধে মার্কিন-ইসরাইলী হামলা শুরু হলে, মধ‍্যপ্রাচ‍্যে যুদ্ধের মোড় নেবে ভিন্ন সমীকরণের দিকে।      


কিন্তু এমন যুদ্ধের সম্ভাবনা কতখানি


আসাদের পতনের পর, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণের জন্য ইসরায়েলি সরকার নাগেল কমিটি গঠন করেছ। সেই নাগেল কমিটির প্রতিরক্ষা বাজেট নিরাপত্তা কৌশল সম্পর্কিত সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের উচিত হবে তুরস্কের সঙ্গে সরাসরি সংঘাতের জন্য প্রস্তুত থাকা।নাগেল কমিটির মতে, তুর্কি ও তাদের মিত্রবাহিনীর আক্রমণ ক্ষমতা, ইরানের প্রক্সিবাহিনীর থেকেও মারাত্নক হতে পারে। 


নাগেল কমিটি এমন একটি রিপোর্ট ২০২৫ সালের জানুয়ারি, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এর হাতে তুলে দেয়া হয়েছে। রিপোর্টিকে উদীয়মান হুমকি মোকাবিলায়, একটি সামগ্রিক কৌশলপত্র হিসেবেই দেখা হচ্ছে। 


এই নাগেল কমিটি ইসরাইলের প্রতিরক্ষা বাজেট আগামী পাঁচ বছরে বার্ষিক, ৪ বিলিওন ডলার পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে, যাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তুরস্কের হুমকি মোকাবিলায় সব সময় প্রস্তুত থাকতে পারে। ইসরায়েলের হামলার ক্ষমতা শক্তিশালী করতে এই কমিটি অতিরিক্ত F-15 যুদ্ধবিমান, জ্বালানি ভরার উড়োজাহাজ, ড্রোন এবং আরো স্যাটেলাইট জোগাড়ের সুপারিশ করেছে।  


প্রতিবেদনটিতে দেশটির বিমান প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করার পাশাপাশি আয়রন ডোম, ডেভিডস স্লিং, অ্যারো সিস্টেম এবং নতুন চালু হওয়া আয়রন বিমসহ লেজার-ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতেও সুপারিশ করেছে। 


ইসরাইলের নতুন সামরিক এই প্রস্তুতি যদি তুরস্ককে থামাতে না পারে, তাহলে হয়তো অচিরেই নতুন যুদ্ধের মুখোমুখি হতে পারে মধ‍্যপ্রাচ‍্য, এমনটিই আশংকা বিশ্লেষকদের।     

Logo