Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাংলাদেশ-বাহরাইন বন্ধুত্বের ৫০ বছর: মানামায় জমকালো উৎসব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১১:০১

বাংলাদেশ-বাহরাইন বন্ধুত্বের ৫০ বছর: মানামায় জমকালো উৎসব

বাহরাইনের সাথে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে দেশটিতে বাংলাদেশ ফেস্টিভ্যাল করেছে বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের এ দেশটির রাজধানী মানামায় লুলু হাইপার মার্কেটের কর্তৃপক্ষের সহযোগিতায় ৩ দিনব্যাপী এ উৎসব উদ্বোধন করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স একেএম মহিউদ্দিন।

তিনি বলেন, এই ফেস্টিভাল আয়োজন করা হয়েছে প্রবাসের মাটিতে দেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার জন্য। তারুণ্যের শক্তিতে বলিয়ান হয়ে সবাই মিলে দেশকে এগিয়ে নেওয়ার জন্য একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি পলিটিক্যাল অ্যাফেয়ার্স ও মহাপরিচালক রাষ্ট্রদূত শেখ আব্দুল্লাহ বিন আলী আল খলিফা, বাহরাইন শিল্প মন্ত্রণালয়ের দেশীয় ও বৈদেশিক বাণিজ্যবিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি শেখ হামাদ বিন সালমান খলিফা, বাহরাইন শ্রমবাজার কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা নিবরাস মোহাম্মদ তালিব এবং বাহরাইন প্রতিনিধি পরিষদের সংসদ সদস্য মুহাম্মদ জানাহি।

উৎসবে বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলোর ছবি ও তথ্যসহ একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। প্রদর্শন করা হয় বাংলাদেশের বিভিন্ন ছবি ও বাংলাদেশি স্টলে দেশি খাবার। সেইসঙ্গে বাহরাইন-বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীরা নাচ পরিবেশন করেন।

তথ্যসূত্র: বিডিনিউজ ২৪ - ১২.০১.২০২৫

Logo