Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বন্দীদের মুক্তি দিলো হামাস, সাথে দিলো বিপুল পরিমান উপহার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১২:২৪

বন্দীদের মুক্তি দিলো হামাস, সাথে দিলো বিপুল পরিমান উপহার

কাতারের মধ্যস্থতায়, আমেরিকা এবং মিশরের চেষ্টায় গত ১৫ জানুয়ারি রাতে যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল ইজ়রায়েল এবং হামাস। তার পর থেকে শুরু হয় বন্দি মুক্তির প্রক্রিয়া।

বহু দিন বন্দিদশা কাটিয়েছেন। কোনও দিন মুক্তি মিলবে, এমন আশা ছেড়েই দিয়েছিলেন। তবে ৪৭১ দিন পর ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের হাত থেকে মুক্তি পেয়ে খুশি ইজরায়েলের তিন বাসিন্দা। বন্দিদশা কাটিয়ে বাড়ি ফেরার সময় সেই ইজরায়েলিদের হাতে উপহারের প্যাকেট তুলে দিল হামাস। কিন্তু কী রয়েছে সেই প্যাকেটে তা নিয়ে কৌতূহল জন্মেছে অনেকের মনেই!

বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি, মুক্তি দেওয়ার সময় হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড তিন বন্দির হাতে উপহারের ব্যাগ দিয়েছে। তার মধ্যে রয়েছে একটি প্রশংসাপত্র, একটি নেকলেস এবং কিছু ছবি! প্যাকেটের গায়ে কাসাম ব্রিগেডের লোগো। প্রশংসাপত্রে আরবি এবং হিব্রু ভাযায় লেখা, মুক্তির সিদ্ধান্ত

উপহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তি পাওয়া রোমি গোনেন নামে মহিলার পরিবারের এক সদস্য। রোমি ছাড়াও মুক্তি পেয়েছেন জোরন স্টেইনব্রেচার এবং এমিলি দামারি। যদিও সেই উপহারের প্যাকেট বাড়ি নিয়ে যেতে পারেননি তিন বন্দি। ইজরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা তা বাজেয়াপ্ত করে। তবে হামাস কী ধরনের ছবি উপহার হিসাবে দিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে কিছু ইজরায়েলি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ১৫ মাস বন্দিদশায় থাকাকালীন কী অবস্থায় ছিলেন, তারই ছবি।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা -২২ .০১.২০২৫

Logo