
এবছর হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ও দুর্ভোগ কমাতে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে হজযাত্রীদের জন্য সৌদি আরবে বাড়িভাড়া নেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ খ ম খালিদ হোসেন।
১৮ জানুয়ারি রাতে জেদ্দায় সাংবাদিকদের
সঙ্গে মতবিনিময় করেন তিনি।
খালিদ বলেন, “অতীতের ভুলত্রুটি
থেকে বের হয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত দরপত্রের মধ্যদিয়ে হাজিদের জন্য সৌদি আরবে
বাড়িভাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং সেগুলো গোয়েন্দা সংস্থা ও হজ সংশ্লিষ্ট কর্মকর্তারা
তদারকি করছেন। আসন্ন হজ অর্থবহ করতে আমরা সবাই একযোগে কাজ করে যাচ্ছি।”
মক্কায় আন্তর্জাতিক হজ মেলা পরিদর্শনের
অভিজ্ঞতা জানিয়ে উপদেষ্টা বলেন, “যেসব বাড়ি এক কিলোমিটারের বেশি
দূরত্ব থাকবে সেসব হাজিদের হেরাম শরিফে যাতায়াতের জন্য ট্রান্সপোর্টের ব্যবস্থা করা
হবে। হজ মিশনে চিকিৎসাসেবার পাশাপাশি স্থানীয় ক্লিনিকগুলোর সঙ্গেও চুক্তি করা হবে।”
ধর্ম উপদেষ্টা জানান, এবার বাংলাদেশ থেকে
মোট ৮৭ হাজার ১০০ হজযাত্রী যাওয়ার কথা রয়েছে, তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন
৫ হাজার একশজন। হাজিদের জন্য বাড়িভাড়ায় দুর্নীতি রোধে কনস্যুলেট কর্মকর্তাদের নির্দেশ
দেওয়া হয়েছে।”
তথ্যসূত্র: বিডিনিউজ ২৪ – ২০.০১.২০২৫