Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কাতার প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান রাষ্ট্রদূতের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১২:১৩

কাতার প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান রাষ্ট্রদূতের

কাতা‌রে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের স্থানীয় আইন, নিয়ম, নীতি মেনে চলার আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম। ২২ জানুয়ারি এক ভিডিও বার্তায় এ অনুরোধ জানান তিনি।

ভিডিও বার্তায় রাষ্ট্রদূত বলেন, কাতারের যে স্থানীয় আইনকানুন আছে, সেগুলো যেনো মেনে চলে। যেন কাতার কর্তৃপক্ষের সামনে দেশের ইমেজের ক্ষতি না হয়।

প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর অনুরোধ করে রাষ্ট্রদূত নজরুল ব‌লেন, রেমিট্যান্স দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। এটা শুধু বাংলাদেশের অর্থনীতির জন্য নয়, এটা সবার জন্য,  ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ। বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে নিজেও উপকৃত হবেন, দেশকেও উপকৃত করবেন বলে অনুরোধ করেন তিনি। 

তিনি বলেন, প্রবাসীরা যখন দেশে ফেরত যান, তখন সরকার তাদের জন্য নানারকম সুযোগ সুবিধা দিয়ে রেখেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়ে সে বিষয়ে খোঁজ নিয়ে সুযোগ নিতে পারেন। কাতারে থাকা অবস্থায় যেকোনো প্রয়োজনে দূতাবাসের লেবার উইং ও হটলাইনে যোগাযোগ করার অনুরোধ করেন রাষ্ট্রদূত। দূতাবাসের কর্মীরা প্রবাসীদের কল‍্যানে কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন রাষ্ট্রদূত। 

রাষ্ট্রদূত আরও বলেন, একটি অভিযোগ ছিল, পাসপোর্ট পেতে সময় লাগে। দেশের বর্তমান সরকার এ বিষয়ে বিশেষ মনোযোগ দিয়েছে। ফলে, পাসপোর্ট নিয়ে অভিযোগ অনেকটাই কমে এসেছে। নিয়মিত পাসপোর্ট ডেলিভারি দেয়া যাচ্ছে।

তথ্যসূত্র: ঢাকা পোস্ট ২২.০১.২০২৫

Logo