Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

দুবাইয়ে লটারি জিতে প্রায় তিন কোটি টাকা জিতলেন মান্নান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৫:৫৮

দুবাইয়ে লটারি জিতে প্রায় তিন কোটি টাকা জিতলেন মান্নান

সংযুক্ত আরব আমিরাতে ‘বিগ টিকেট’ নামে এক লটারিতে ১০ লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি টাকার বেশি) জিতেছেন মোহাম্মদ মান্নান নামে এক প্রবাসী বাংলাদেশি। এ খবর জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদন মতে, মোহাম্মদ মান্নান আমিরাতের রাজধানী আবুধাবিতে ব্যবসা করেন। গত সপ্তাহে বিট টিকেট সাপ্তাহিক ই-ড্র সিরিজে লটারি জেতেন তিনি।

মোহাম্মদ মান্নান গত ২০ বছর ধরে আবুধাবিতে একাকি বসবাস করছেন। প্রায় এক যুগ আগে বন্ধুদের কাছে বিগ টিকেট লটারির ব্যাপারে জানতে পারেন তিনি। বন্ধুদের টিকেট কাটতে দেখে তিনিও আগ্রহী হয়ে ওঠেন এবং ভাগ্য পরীক্ষা করতে লটারির টিকেট কেনার সিদ্ধান্ত নেন।

মোহাম্মদ মান্নান প্রথমে তার পাঁচ বন্ধুর সঙ্গে প্রতি মাসে টিকেট কিনতেন। কিন্তু এক পর্যায়ে নিয়মিত টিকেট শুরু করেন। সম্প্রতি তিনি দুটি টিকেট কেনেন এবং ‘প্রমোশনাল অফার’ হিসেবে বা ফ্রিতে আরও তিনটি টিকেট পান। ফ্রি পাওয়া তিন টিকেটের মধ্যে একটিতে তার ভাগ্যের শিকে ছিড়েছে। পেয়ে যান ১০ লাখ দিরহাম।

গালফ নিউজকে লটারি জেতার প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘যখন আমি বিগ টিকেট লটারি কর্মকর্তাদের থেকে ফোন পেলাম, আমি আবেগাপ্লুত হয়ে পড়ি। আমার মন বলছিল, আজ আমি লটারি জিতব।’ 

যদিও এই অর্থ দিয়ে কী করবেন তা এখনও ঠিক করেননি ভাগ্যবান এই বাংলাদেশি। তবে নিজের ব্যবসা আরও বাড়ানোর পরিকল্পনা আছে বলে জানিয়েছেন তিনি।

২৫ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড প্রাইজের পরবর্তী ড্র ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়াও আগামী সপ্তাহে আরও একটি সাপ্তাহিক ই-ড্র অনুষ্ঠিত হবে যেখানে ১ মিলিয়ন দিরহাম পুরস্কার দেয়া হবে। টিকেট অনলাইনে www.bigticket.ae অথবা জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আল আইন বিমানবন্দরে অবস্থিত কাউন্টারে পাওয়া যাবে।

তথ্যসূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন

Logo