সৌদিতে বাংলাদেশী শ্রমিকদের আরো কাজের সম্ভাবনা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৭:২১

বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ কর্মী সৌদি আরবে পাঠানোর ব্যাপক সম্ভাবনার কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, চিকিৎসক, প্রকৌশলী, নার্স, টেকনিশিয়ানসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করার জন্য সৌদি আরবে বাংলাদেশের দক্ষ কর্মীর চাহিদা রয়েছে।
রিয়াদে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক মতবিনিময় সভায় সৌদির শীর্ষস্থানীয় কোম্পানির মালিক ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন ড.আসিফ নজরুল। এ সভার তথ্য বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ড. আসিফ নজরুল বর্তমানে সৌদি আরবে সরকারি সফরে রয়েছেন। তিনি সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়নমন্ত্রীর আমন্ত্রণে গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে অংশগ্রহণ করছেন। মতবিনিময় সভায় তিনি সৌদি আরবের ভিশন ২০৩০-এর অধীনে মেগা প্রকল্পগুলোতে বাংলাদেশের কর্মীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ২০২৭ সালের এএফসি এশিয়া কাপ, ২০২৯ সালের শীতকালীন এশিয়ান অলিম্পিক, ২০৩০ সালের ওয়ার্ল্ড এক্সপো, এবং ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজনের সম্ভাব্য কর্মসংস্থান নিয়েও আলোচনা করেন।
উপদেষ্টা আসিফ নজরুল সৌদির নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, তথ্যের অভাব, ভিসা প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, ভাষার প্রতিবন্ধকতা এবং বোর্ডিং-পূর্ব প্রশিক্ষণের অভাবের মতো চ্যালেঞ্জগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হবে। তিনি এসব সমস্যার সমাধানে নিয়মিত শ্রম মেলা, সেমিনার, এবং সৌদি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেন।
তথ্যসূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন