Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট বাধ্যতামূলক করা হয়েছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১৩:১৯

কুয়েতে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট বাধ্যতামূলক করা হয়েছে

সরকারি সুবিধা পেতে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট বাধ্যতামূলক করা হয়েছে কুয়েতে।

কুয়েতে প্রবাসীর বাংলাদেশীদের আকামা নবায়নসহ অন্যান্য সরকারি সুবিধা পেতে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সকল প্রবাসীকে এ কার্যক্রমে অংশ নিতে অনুরোধ করেছে সে দেশের সরকার। কুয়েতে স্থানীয় নাগরিক ও প্রবাসীদের অপরাধ দমন ও দ্রুত সময়ে অপরাধী শনাক্ত করতে ২০২৩ সালে স্থানীয় নাগরিক ও বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য বাধ্যতামূলক করা হয় বায়োমেট্রিক ফিংগার প্রিন্ট। স্থানীয় নাগরিকদের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর এবং ৩১ ডিসেম্বর বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য ফিংগার প্রিন্টের কার্যক্রমের সময়সীমা শেষ হয়ে যাবে বলে জানিয়েছে দেশটির সরকার।


সরকার জানিয়েছে, ইতোমধ্যে কুয়েতিদের পাশাপাশি বাংলাদেশ, ভারত, নেপাল, মিশরসহ বিভিন্ন দেশের প্রবাসী হাতের ছাপ সম্পন্ন করেছে। এখনো যে সকল নাগরিক ও প্রবাসীরা তাদের বায়োমেট্রিক ফিংগার প্রিন্ট সম্পন্ন করেনি নির্দিষ্ট সময়ের পরে তাদের ব্যাংকিং সেবাসহ সিভিল আইডি সংক্রান্ত সব ধরনের সরকারি সেবা বন্ধ করে দেওয়া হবে। প্রবাসীরা তাদের আকামা নবায়ন করতে পারবেন না। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রবাসীদের দেশে ছুটিতে যেতে–আসতে বাধা নেই।


তথ্যসূত্র: ইন্ডিপেন্ডেন্ট টিভি অনলাইন 

Logo