হজ ভিসায় নানা নিয়ম জারি সৌদির
শিশুদের না, ভ্যাকসিন ইয়েস

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৭

ওমরাহ আর হজ মৌসুম শুরুর আগে, ভিসায় নানান ধরনের বিধি নিষেধ আরোপ করতে শুরু করেছে সৌদি আরব।
এই বছরের ওমরাহ আর হজ মৌসুম শুরুর আগে, নতুন এই সব বিধি নিষেধে বলা হয়েছে, সৌদি আরবে হাজিদের সঙ্গে শিশুদের যাওয়া এবার নিষিদ্ধ। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই নিয়ম ঘোষণা করেছে। সৌদি আরবের নাগরিক ও বাসিন্দাদের জন্য হজের নিবন্ধনও শুরু করেছে দেশটি। কিন্তু হাজিদের সাথে এবার কেন নিষিদ্ধ করা হলো শিশুদের?
মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্তের উদ্দেশ্য হল শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, কারণ প্রতি বছর হজে প্রচণ্ড ভিড় হয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “শিশুদের নিরাপত্তা ও সুস্থতার কথা বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে তারা কোনো রকম ঝুঁকির সম্মুখীন না হয়।” এখন হাজিদের নিরাপত্তার বিষয়টি কেন আনলো সৌদি আরব?
দিনকে দিন সৌদিতে বাড়ছে হাজিদের সংখ্যা। সৌদি হজ ব্যবস্থাপনায় ঘাটতি না রাখলেও, তীব্র গরম আর অধিক হাজির ভীড়ে ২০২৪ সালে ১২০০ হাজির মৃত্যু হয়। যার দরুণ এবছর হাজিদের নিরাপত্তায় ভিসা ব্যবস্থায় নতুন নতুন নিয়ম কানুন জারি করছে দেশটি। এরমধ্যে এও জানানো হয়েছে ১৪ দেশের নাগরিকদের, বিশেষ ক্যাটাগরি বাদে, মাল্টিপল এন্ট্রি বাদ দিয়ে সিঙ্গেল এন্ট্রি করা হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, এ বছরও প্রথমবারের হজযাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে। হাজিদের নিরাপত্তায় আর কী পদক্ষেপ নিচ্ছে সৌদি সরকার?
মধ্যপ্রাচ্যের সংবাদপত্র খালিজ টাইমস জানিয়েছে, হজ বা উমরাহ উদ্দেশ্যে যাত্রা শুরুর দশটির দিন আগে, হাজিদের কোভিড টিকা নেয়ার বাধ্যবাধকতার কথা জানিয়ে দেয়া হয়েছে। এও বলা হয়েছে মক্কা বা মদিনায় যাত্রা শুরুর দশদিন আগে টিকা না নিলে, সেই টিকার প্রতিরোধক্ষমতা অর্জন হয় না। তাই যে কোন প্রকার সংক্রমক রোগ থেকে বাঁচতে, হাজিদের টিকা নিতেই হবে। আর যেসব হাজিরা ওষুধ খান তাদের ওষুধের অরিজিনাল প্যাকেট সাথে রাখতে বলা হয়েছে। স্বাস্থ্যরক্ষার সাধারণ নিয়ম যেমন বার বার হাত ধোয়া , ভীড়ের মধ্যে মাস্ক ব্যবহার করতেও অনুরোধ করেছে সৌদি সরকার।
দেশটির মন্ত্রণালয় হজ প্যাকেজ বিক্রির প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়েছে, যা ইতোমধ্যে নুসুক প্ল্যাটফর্মে শুরু হয়েছে। হাজিরা তাদের পছন্দের প্যাকেজ নির্ধারণ করতে হবে, ই-ওয়ালেটে পর্যাপ্ত অর্থ রাখতে হবে, এবং দ্রুত তাদের ফাইনাল এ্যাপ্রুভাল সম্পন্ন করতে হবে।