
মধ্যপ্রাচ্যে বাংলাদেশী কর্মী শ্রমিকদের জন্য সৌদি আরব এক জনপ্রিয় গন্তব্য। সৌদি আরবে আছেন বাংলাদেশের প্রায় ত্রিশ লক্ষ শ্রমিক। প্রবাসী বাংলাদেশীরা দেশটিতে, কাজের পাশাপাশি ব্যবসা বাণিজ্য করছেন সুনামের সাথে। নানান সংকটে বাংলাদেশের পাশে অকৃত্রিক বন্ধুর মতো থেকেছে সৌদি আরব।
বর্তমানে সৌদি আরব প্রতিদিন বাংলাদেশিদের জন্য ৪,০০০ থেকে ৬,০০০ পর্যন্ত কর্মভিসা দিচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
নভেম্বরে বাংলাদেশ থেকে ৮৩,০০০ কর্মী নিয়োগ দিয়ে, সৌদি আরব বিশ্বের যেকোনো দেশের তুলনায় সর্বোচ্চ মাসিক কর্মী নিয়োগের সংখ্যা অর্জন করেছে । সৌদি আরবের ভিশন ২০৩০ পরিকল্পনার অধীনে, তাদের উচ্চাভিলাষী উন্নয়ন প্রকল্পগুলো ত্বরান্বিত হওয়ায়, শ্রমশক্তির চাহিদা বেড়ে গেছে।
সৌদি আরব ২০৩৪ ফিফা বিশ্বকাপ এবং ২০৩০ রিয়াদ এক্সপোর মতো একাধিক হাই প্রোফাইল ইভেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। সেইসঙ্গে বিমানবন্দর, রেলপথ, এবং ক্রীড়া স্টেডিয়ামের মতো বিশাল অবকাঠামোগত প্রকল্প নির্মান চালু রয়েছে। এই প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে বিপুল পরিমাণ কর্মী শ্রমিক লাগছে দেশটিতে। আর সেই শ্রমিক কর্মীদের যোগান দিচ্ছে বাংলাদেশ।
সৌদি আরবও বাংলাদেশের মানুষের আরো সৌহার্দপূর্ণ সম্পর্ক রাখতে তৎপর। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে, সম্প্রতি বাংলাদেশকে ৩৭২ টন মাংস দান করেছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার মতে, এই মাংস ৬৪ জেলার ৯৫টি অঞ্চলে অনাথ, মাদ্রাসার শিক্ষার্থী এবং দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হবে।
তথ্যসূত্র: দ্য ডেইলি ডাজলিংডন