সৌদির কোন কাজে চাহিদা বেশি, বেতন বেশি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৮

সৌদি আরব যেতে চায় অনেকে। কিন্তু জানে না কোন কাজে যাবে, কোথায় সেসব কাজ শিখবে।
তবুও কাজের ভিসায় দেদার কর্মী যাচ্ছেন সৌদি আরবে। তাদের অনেকের জানা নাই সৌদিতে কোন কাজ জানলে বেতন বেশি, কাজের সুযোগ বেশি, নিরাপত্তা বেশি। এমন কী কাজ যা জানা থাকলে, সৌদি যেতে টাকাও লাগে কম, কোম্পানি তার খরচ দিয়ে দেয়। জানেন কী সেই কাজগুলো ঠিক কী কী?
সেই তালিকায় প্রথমেই থাকবে, ইলেকট্রিসিয়ান, অটোমোবাইল সার্ভিসিং, রাজমিস্ত্রি, প্লাম্বার, কনস্ট্রাকশন ওয়ার্কার, এসি মেকানিক, রংমিস্ত্রি, ওয়েল্ডিং শ্রমিক, ফ্যাক্টরি শ্রমিক কিংবা হার্ডওয়্যারের কাজ।যেহেতু এসব কাজের চাহিদা বেশি ফলে, এসব কাজ জানা থাকলে, বেশি বেতন পাওয়া যায়। চাহিদা বেশি থাকায় হাতে কলমে কাজ জানা থাকলে, সৌদি গিয়ে কাজ পেতেও সমস্যা হয়না। কিন্তু এসব কাজের চাহিদা কেন বাড়ছে সৌদি আরবে?
কেবল সৌদি আরব নয় সারা দুনিয়াতে এসব কাজ জানা মানুষের চাহিদা বেশি। তবে, সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবে উন্নয়নমূলক কাজ বেড়ে গেছে। তৈরি হচ্ছে নতুন নতুন শহর, রাস্তাঘাট। নতুন নতুন স্টেডিয়াম। যার কারণে কনস্ট্রাকশন কাজের সাথে যুক্ত দক্ষ কর্মী দরকার সৌদিতে। আর এসব কর্মী নিয়োগে সৌদি আরবের পছন্দ বাংলাদেশের কর্মীদের।
সোদি আরবে যাওয়া কর্মীদের বেশির ভাগই অদক্ষ।কাজের দক্ষতা না থাকলেও, কর্মীরা, হোটেল, গৃহকর্মী কিংবা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কম বেতনে কাজ করেন। ফলে, অনেকেই বিদেশ গিয়ে ভালো বেতন পান না। যে খরচে বিদেশে যান, তা তুলতেই লেগে যায় অনেক বছর।
জনশক্তি রপ্তানির সাথে যুক্ত বিশেষজ্ঞরা বলছেন, সৌদি আরবে যাবার আগে, কর্মীরা যদি কোন একটা কাজে দক্ষতা অর্জন করে সৌদি বা বিদেশ যেতে পারেন তাহলে সহজেই ভাগ্য বদলাতে। বায়রার জয়েন্ট সেক্রেটারি জেনারেল-১ মোহাম্মদ ফখরুল ইসলাম মাইগ্রেশন কনসার্নকে জানান, যেসব কাজে সৌদিতে চাহিদা বেশি সেসব কাজ কর্মী দেশেই দক্ষ হতে পারেন সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয়ে। কাজ শিখতে পারলে শ্রমিকদের দাম বাড়ে। অনেক সময় কোম্পানি নিজ খরচে সৌদি নিয়ে যায়।
জনাব ফখরুল এও জানিয়েছেন, সৌদিতে চাহিদা মতো শ্রমিক সময় মতো দিতে না পারা এক বিরাট সংকট তৈরি করেছে। শ্রমিকদের হাত বদল করছে দালালরা। এক কাজের কথা বলে অন্য কাজ করতে বাধ্য হচ্ছে। কিন্তু এসব সমস্যার সমাধান কী হতে পারে এমন প্রশ্নে জনাব ফখরুল জানালেন, সচেতনতার পাশাপাশি, সৌদিতে বাংলাদেশ দূতাবাসকে আরো দায়িত্ব নিতে হবে। তারা ওয়ান স্টপ সার্ভিস চালু করতে হবে।
জনশক্তি রপ্তানির সাথে যুক্ত বিশেষজ্ঞদের পরামর্শ, নতুন করে যারা কাজের উদ্দেশ্যে সৌদি আরবসহ বিদেশে যাবার প্রস্তুতি নিচ্ছেন, তাদের
পাঁচটি কাজ করতেই হবে: যেমন:
১ সৌদি আরব সম্পর্কে আরো বেশি জানতে হবে।
২ কথার জবাব দেয়ার মতো আরবী ভাষা জানতে হবে।
৩ সৌদি আরবে যাবার আগেই ভিসা ও পেশার বিষয়ে ডিসিশন নিতে হবে।
৪ কার মাধ্যমে সৌদিতে যাচ্ছেন, তার সম্পর্কে খোঁজ খবর নিতে হবে।
৫ আপনাকে অবশ্যই শারিরীক ভাবে ফিট থাকতে হবে।