Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

প্রবাসী বাংলাদেশিদের প্রশংসায় সৌদি আরবের গভর্নর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৬

প্রবাসী বাংলাদেশিদের প্রশংসায় সৌদি আরবের গভর্নর

বাংলাদেশিদের কর্মদক্ষতা, কর্মক্ষেত্রে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করেছেন সৌদি আরবের আলবাহা প্রদেশের গভর্নর প্রিন্স উসাম বিন সাউথ বিন আব্দুল আজিজ আল সৌদ।

জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মিয়া মোঃ মাইনুল কবির এর সাথে আলবাহা প্রদেশের গভর্নর প্রিন্স হুসাম বিন সৌদ বিন আব্দুল আজিজ আল সৌদের সাথে ১৭ ফেব্রুয়ারি গভর্নর জেনারেল অফিসে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ মন্তব্য করেন। গভর্নর জেনারেল প্রিন্স হুসাম জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেলকে স্বাগত জানান।

কুশল বিনিময় শেষে গভর্নর জেনারেল বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। এ সময় কনসাল জেনারেল উল্লেখ করেন যে, সৌদি আরবে কর্মরত প্রায় ৩ মিলিয়ন প্রবাসী বাংলাদেশি বাংলাদেশ এবং সৌদি আরব উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। গভর্নর জেনারেল বাংলাদেশিদের সেবার গভীর প্রশংসা করেন।

তিনি উল্লেখ করেন যে, তার কার্যালয় বাংলাদেশি প্রবাসীদের সর্বাত্মক সহায়তা প্রদানের জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। কনসাল জেনারেল বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ কর্মী আমদানির সুযোগের ওপর জোর দেন। তিনি বাংলাদেশ ও সৌদি আরব এর মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক, বাংলাদেশ থেকে রপ্তানি বাড়ানোর সুযোগ এবং বাংলাদেশে বিনিয়োগের সুবিধার কথা উল্লেখ করেন।

গভর্নর জেনারেল আগ্রহ নিয়ে তার অফিস থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে রাজকীয় সৌদি সরকারের আল-বাহা প্রদেশ ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: চ্যানেল আই অনলাইন ২১.০২.২০২৫

Logo