Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মক্কা-মদিনায় ইতিকাফ করতে চাইলে কি করবেন?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৯

মক্কা-মদিনায় ইতিকাফ করতে চাইলে কি করবেন?

পবিত্র রমজান মাসের শেষ দশ দিন বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলিমরা ইতিকাফের নিয়তে সৌদি আরবের মক্কা ও মদীনায় অবস্থান করেন। এসময় তারা মসজিদুল হারাম ও মসজিদে নববীতে অবস্থান করে ইবাদত করে থাকেন।

ইতিকাফ যারা করতে চান, তাদের আগেই রেজিষ্ট্রেশন করতে হয়। এজন্য নির্দিস্ট প্রতিষ্ঠান আছে সৌদি সরকারের। নিবন্ধনের শর্তাবলির মধ্যে রয়েছে ইতিকাফকারীর বয়স ন্যূনতম ১৮ বছর হওয়ার পাশাপাশি পবিত্র মসজিদের নিয়ম-নীতি পালন করতে হবে এবং রমজানের ২০তম দিনের নির্ধারিত সময়ে মসজিদে প্রবেশ করতে হবে।

করোনা মহামারির পর ২০২২ সাল থেকে মক্কা-মদিনার এই দুই মসজিদে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে ইতিকাফ করার নিয়ম চালু হয়। দ্য জেনারেল অথরিটি ফর দ্য প্রফেটস মস্ক অ্যাফেয়ার্স ইতিকাফ পালনকারীদের জন্য ইফতার ও সেহেরির খাবারের পাশাপাশি মসজিদে প্রবেশের জন্য ব্রেসলেটসহ অন্যান্য পরিষেবা এবং মোবাইল ফোন চার্জার প্রদান করে। পুরুষ ও নারী ইতিকাফ পালনকারীদের জন্য আলাদা জায়গাও বরাদ্দ করা হয়।

ইতিকাফ শব্দের অর্থ অবস্থান করা। ইসলামী শরিয়তের পরিভাষায় তা হলো আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জাগতিক কাজকর্ম ও পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে বিশেষ সময়ে ও বিশেষ নিয়মে নিজেকে ব্যস্ত রাখা। রমজানের শেষ দশকে ইতিকাফ পালন করা সুন্নতে মুয়াক্কাদা কিফায়া।

প্রতিবছর ইতিকাফ করতে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা ইসলামের কেন্দ্রস্থল মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে সমবেতন হন। পবিত্র রমজান মাস ওমরাহর মৌসুম হিসেবে পরিচিত। এ সময় বিশ্বের নানা দেশ থেকে মুসলিমরা ওমরাহ করতে সৌদি আরবে গমন করেন।

তথ্যসূত্র: দৈনিক কালের কন্ঠ 

Logo