Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

রমরমা সৌদি আরবের অর্থনীতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১১:৩৩

রমরমা সৌদি আরবের অর্থনীতি

বিশ্ব অর্থনীতি বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত অর্থনৈতিক নীতিগুলোর কারণে বৈশ্বিক বাজার অস্থির হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে সৌদি আরবের অর্থনীতি দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। ২০২৪ সালে সৌদি আরবের অর্থনৈতিক প্রবৃদ্ধি ১.৩% হয়েছে, যেখানে তেলনির্ভর নয় এমন খাতগুলোতে প্রবৃদ্ধির হার ছিল ৪.৬%।

সৌদি আরবের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান কারণ হলো দেশটির ভিশন ২০৩০। সৌদি সরকার অর্থনৈতিক বৈচিত্র আনতে এবং তেলনির্ভরতা কমাতে এই প্রকল্প হাতে নিয়েছে। এর মাধ্যমে বিভিন্ন খাতে বিনিয়োগ বৃদ্ধির প্রচেষ্টা চলছে।

এর পাশাপাশি, কোম্পানি আইন, সিএমএ কৌশলগত পরিকল্পনা ও বিনিয়োগ সংক্রান্ত নীতিমালার সংস্কারের ফলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য সুযোগ সৃষ্টি হয়েছে। সৌদি এক্সচেঞ্জে বিদেশি মালিকানাধীন বিনিয়োগ গত পাঁচ বছরে ২৫ গুণ বৃদ্ধি পেয়ে ১০০০০ কোটি ডলারে পৌঁছেছে।

সৌদি আরব তার আর্থিক বাজারের অবস্থান দৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে, যার ফলে বৈশ্বিক ১০টি প্রধান শেয়ারবাজারের মধ্যে জায়গা করে নিয়েছে। ২০২৪ সালের শেষের দিকে দেশটির শেয়ার বাজারের মূলধন দাঁড়িয়েছে ২.৯ ট্রিলিয়ন ডলার।

বিশ্ব অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সৌদি আরব তার বাজারের স্থিতিশীলতা বজায় রেখেছে। ২০১৯ সালে এমএসসিআই ইমার্জিং মার্কেট ইনডেক্সে তাদের অংশীদারিত্ব ছিল ২.৭%, যা বর্তমানে ৪% এ উন্নীত হয়েছে।

বৈশ্বিক অর্থনীতির প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সৌদি আরব তার অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে সক্ষম হয়েছে। তবে ভবিষ্যতে এ সফলতা ধরে রাখতে হলে দেশটিকে আরও উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আরও বেশি আকৃষ্ট করতে হবে।

মাইগ্রেশন কনসার্ন রিপোর্ট

Logo