লটারিতে প্রায় ৬৬ কোটি টাকা জিতলেন দুবাই প্রবাসী জাহাঙ্গীর

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১১:০৯

টিকিট নম্বর ১৩৪৪৬৮ নিয়ে ভাগ্য খুলে গেল জাহাঙ্গীর আলমের। জিতলেন ২০ মিলিয়ন দিরহাম বা ৬৫ কোটি ৯৩ লাখ টাক। ফেব্রুয়ারি ১১ তারিখে টিকিটটি কিনেছিলেন। দুবাইয়ে বসবাসরত এই প্রবাসী বাংলাদেশি মার্চ ৩, সোমবার অনুষ্ঠিত আবুধাবি বিগ টিকেট ড্র-তে এই টাকা জিতেছেন।
৪৪
বছর বয়সী এই জাহাজ নির্মাণ শিল্পকর্মী গত ছয় বছর ধরে দুবাইতে বসবাস করছেন, তবে
তার পরিবার এখনো বাংলাদেশেই রয়েছে। তিন বছর ধরে, তিনি প্রতি মাসে ১৪ জন বন্ধুর সাথে
মিলে এই লটারি কিনছিলেন, অবশেষে তাদের ভাগ্য খুলে গেল।
জাহাঙ্গীর
আলম বলেন, "আমি নামাজে ছিলাম যখন লটারি জেতার ফোন আসে। ফোন রিসিভ করার পর আমার
এক বন্ধু আমাকে এই সুখবরটি জানায়। তখন থেকেই আমি আনন্দে অভিভূত। তবে এই জয় শুধু আমার
একার নয়; এটি আমাদের ১৪ জন বন্ধুর এবং তাদের পরিবারেরও।"
এই
বিশেষ ড্র-তে আরও এক অনন্য মুহূর্ত তৈরি হয় যখন ফেব্রুয়ারি ৩-এর বিজয়ী আশিক পাতিনহারাথ
এক মাস পর আজকের বিজয়ীর নাম ঘোষণা করেন।
নিজের
প্রাপ্ত অংশ দিয়ে জাহাঙ্গীর দুবাইতে ছোট একটি ব্যবসা শুরু করতে চান, যা তিনি তার বন্ধুদের
সাথেও ভাগ করে নিতে ইচ্ছুক। তিনি আরও বলেন, "আমি অবশ্যই আবার টিকেট কিনতে থাকব।
আমার গল্প যদি অন্যদেরও লটারির অংশ হতে অনুপ্রাণিত করে, সেটাই হবে সবচেয়ে বড় আনন্দের
বিষয়।"
মার্চ
মাসে একজন সৌভাগ্যবান বিজয়ী জিতবেন ১৫ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড প্রাইজ! এছাড়া,
এপ্রিল ৩, ২০২৫, তারিখের লাইভ ড্র-তে ১০ জন বিজয়ী প্রতিজন ৫০,০০০ দিরহাম পাবেন।
তথ্যসূত্র: খালিজ টাইমস