দুবাইয়ে কয়েক মিনিটেই ভিসা নবায়ন; নতুন এআই প্ল্যাটফর্ম চালু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১১:১৭

সংযুক্ত আরব আমিরাতের সাধারণ পরিচালক (GDRFA) কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-চালিত নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে, যার মাধ্যমে এখন বাসিন্দারা সহজেই তাদের ভিসা নবায়ন করতে পারবেন।
'সালামা'
প্ল্যাটফর্মে কয়েক মিনিটেই ভিসা নবায়ন
নতুন
প্ল্যাটফর্ম ‘সালামা’র মাধ্যমে বাসিন্দারা মাত্র কয়েক মিনিটের মধ্যে
তাদের ভিসা নবায়ন করতে পারবেন। নবায়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, ব্যবহারকারীরা
সরাসরি প্ল্যাটফর্ম থেকে আপডেটেড ভিসা ডকু্যমেন্ট ডাউনলোড করতে পারবেন। ফলে আর দীর্ঘ
সময় অপেক্ষা বা কাগজপত্র সংক্রান্ত ঝামেলা পোহাতে হবে না।
এআই স্বয়ংক্রিয়ভাবে তথ্য শনাক্ত করবে
একজন
ব্যবহারকারী প্ল্যাটফর্মে লগইন করার পর, এআই স্বয়ংক্রিয়ভাবে তার তথ্য শনাক্ত করবে, ডিপেন্ডেন্ট ভিসার অবস্থা দেখাবে এবং নবায়নের মেয়াদ বাকি থাকলে
তা হাইলাইট করবে।
এক
ক্লিকেই নবায়ন প্রক্রিয়া
আবেদনকারী
নবায়ন মেয়াদ নির্বাচন করার পর, সিস্টেম তাৎক্ষণিকভাবে অনুরোধটি প্রক্রিয়াকরণ করবে।
পরিবার-সদস্যদের ভিসা নবায়নের ক্ষেত্রেও এই প্ল্যাটফর্ম সহজ সমাধান দেবে।
একটি
ঘন্টার পরিবর্তে মাত্র দুই মিনিট
আগে
এই প্রক্রিয়া সম্পন্ন করতে এক থেকে তিন ঘণ্টা সময় লাগত, তবে এখন কাগজপত্র সম্পূর্ণ
থাকলে এটি মাত্র এক থেকে দুই মিনিটে সম্পন্ন হবে বলে জানিয়েছেন ডেটা সায়েন্স ও এআই
বিভাগের পরিচালক গালেব আবদুল্লাহ মোহাম্মদ হাসান আল-মাজিদ।
তিনি
আরও বলেন, “বর্তমানে এই সেবা শুধুমাত্র বাসিন্দাদের ভিসা নবায়নের
জন্য প্রযোজ্য। প্রথম ধাপে শুধুমাত্র নবায়ন ও বাতিলকরণের সেবা প্রদান করা হচ্ছে। তবে
দ্বিতীয় ধাপে পর্যটক ও দর্শনার্থীদের জন্য সেবার পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।”
ব্যবসায়িক
ভিসা নবায়নেও আসছে ডিজিটাল সুবিধা
ব্যবসায়িক
ভিসা নবায়নের প্রসঙ্গে আল-মাজিদ বলেন, “ভবিষ্যতে এই সেবাটি কোম্পানিগুলোর জন্যও উন্মুক্ত
করা হবে, যেখানে স্মার্ট চ্যানেল এবং GDRFA DXP অ্যাপ্লিকেশন ব্যবহার করা হবে। আমরা
সর্বদা প্রযুক্তিগত উন্নতির সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তথ্যসূত্র:
খালিজ টাইমস