লেবানন দেশটি কেমন? কোন খাতে সমৃদ্ধ এই ছোট্ট দেশের অর্থনীতি?

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:৪৯

ভূমধ্যসাগরের তীরে ছোট্ট দেশ লেবানন -আরব বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ।
ভূমধ্যসাগরের তীরে ছোট্ট দেশ লেবানন -আরব বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ।একদিকে ইজরাইল, বাকি দুই স্থলসীমান্ত সিরিয়া দিয়ে ঘেরা।বাকি যে পাশ সাগরের দিকে মুখ করা – মূলত সে পথেই ভূমধ্যসাগর দিয়ে চলে আমদানি-রপ্তানি।
মধ্যপ্রাচ্যের প্রাচীন শহরগুলোর তালিকায় লেবাননের বৈরুত, ত্রিপলি, বালবেক অন্যতম। ছোট এ দশটির আয়তন মাত্র ১০,৪৫২ বর্গ কিলোমিটার – যা ঢাকা বিভাগের আয়তনের অর্ধেক। ২০১৮ সালের হিসেবে এর জনসংখ্যা ৬৮,৫৯,৪০৮ জন ।
লেবানন দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন। পুরো দেশটিতে খ্রিস্টান, সুন্নী, শিয়া মুসলমানেরা একত্রে বাস করেন। তাদের সংসদের আসনসমূহের অর্ধেক খ্রিস্টান ও অর্ধেক মুসলমানদের জন্য সংরক্ষিত। আরবি ভাষা লেবাননের সরকারি ভাষা। দেশটির ৯০%-এরও বেশি লোক আরবিতে কথা বলে। লেবাননে মোট ১৮টি ধর্মীয় গোষ্ঠী বিদ্যমান। কিন্তু তাদের মধ্যে নজিরবিহীন সমঝোতা রয়েছে।
দেশটির নানা ঐতিহাসিক স্থাপত্য, চোখ জুড়ানো সব সমুদ্রসৈকত, পটে আঁকা ছবির মতো সুন্দর পাহাড়-পর্বত। আর অবশ্যই লেবানিজ কুইজিন। সুস্বাদু সব খাবারের বদৌলতে মধ্যপ্রাচ্য তো বটেই, সারা পৃথিবীর মানুষের কাছেই দেশটি একটি লোভনীয় গন্তব্য।
নানা সময়ে বিভিন্ন সভ্যতার সংস্পর্শে এসে লেবানন সমৃদ্ধ হয়েছে ইতিহাস, ভাষা ও সংস্কৃতিতে। ক্যানানাইট, ফিনিশীয়, আরব ও ফরাসি সভ্যতার সেসব নিদর্শন আজও দেখা যায় লেবাননের মাটিতে। দেশটির অর্থনীতির অন্যতম খাত পর্যটন।
বিশ্বখ্যাত লেখক ঔপন্যাসিক কাহলিল জিবরান লেবাননের অধিবাসী। সাহিত্য, সঙ্গীত, চিত্রকলায় আরব বিশ্বে লেবানন অনন্য। এছাড়া লেবানন উৎসবপ্রিয় জাতি। ইসলাম ও খ্রিষ্টান ধর্মের প্রায় সবগুলো উৎসবই জাতীয় পর্যায়ের পালন করে লেবানিজরা।
উচ্চ শিক্ষায় লেবাননের রয়েছে দীর্ঘকালের সুনাম। আমেরিকান ইউনিভার্সিটি অফ বৈরুত পুরো মধ্যপ্রাচ্যের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় দ্বিতীয়। এছাড়াও লেবাননে রয়েছে আন্তর্জাতিক মানের প্রায় ৪১টি বিশ্ববিদ্যালয়।
লেবাননে বাস করে প্রায় ৩ লক্ষ বাংলাদেশী – যাদের মধ্যে প্রায় এক লক্ষ নারী কর্মী। প্রতিবছর বিপুল পরিমান রেমিট্যান্স আসে মধ্যপ্রাচ্যের এই দেশটি থেকে।
মাইগ্রেশন কনসার্ন রিপোর্ট