Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

রমজানে ভিক্ষা করা প্রবাসীদের ফেরত পাঠাচ্ছে কুয়েত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১২:২৯

রমজানে ভিক্ষা করা প্রবাসীদের ফেরত পাঠাচ্ছে কুয়েত

রমজানে ভিক্ষা করা প্রবাসীদের ফেরত পাঠানোর পরিকল্পনা করছে কুয়েত কর্তৃপক্ষ। ভিক্ষার বিরুদ্ধে দেশটিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিক্ষার সঙ্গে জড়িত এমন ১১ জন পুরুষ ও নারীকে গ্রেফতারের কথা জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, অপরাধীদের মধ্যে আটজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। যারা আরব ও এশিয়ান জাতির মানুষ।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, মসজিদ ও বাজারের সামনে ভিক্ষার সময় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে কিছু ভ্রমণ ও পারিবারিক ভিসা নিয়ে কুয়েতে প্রবেশ করেছিলেব। অন্যরা হচ্ছেন অনিয়মিত শ্রমিক। যাদের স্থায়ী চাকরি নেই।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, কুয়েতের আইন লঙ্ঘন করে যেসব কোম্পানি  এসব কর্মীদের নিয়োগে সহায়তা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo