Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আরব আমিরাতে আসছে নতুন ট্রাফিক আইন, ড্রাইভারদের জন্য জানা জরুরি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১০:২৯

আরব আমিরাতে আসছে নতুন ট্রাফিক আইন, ড্রাইভারদের জন্য জানা জরুরি

সংযুক্ত আরব আমিরাতের (UAE) নতুন ফেডারেল ট্রাফিক আইন ২০২৫ আগামী ২৯ মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে। ফেডারেল ডিক্রি-ল নং ১৪ অফ ২০২৪ অন ট্রাফিক রেগুলেশন অনুযায়ী, ড্রাইভিং লাইসেন্সের ন্যূনতম বয়স কমানোর পাশাপাশি লাইসেন্স বাতিল ও স্থগিত করার নতুন শর্ত এবং কঠোর শাস্তির বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

ড্রাইভিং লাইসেন্সের নতুন নীতিমালা

নতুন আইনের অধীনে ড্রাইভিং লাইসেন্স পেতে আবেদনকারীদের ন্যূনতম ১৭ বছর বয়সী হতে হবে। পাশাপাশি লাইসেন্সের জন্য আবেদনকারীদের স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং নির্ধারিত ড্রাইভিং পরীক্ষায় পাস করতে হবে।

লাইসেন্স বাতিল ও স্থগিতের শর্ত

নতুন আইন অনুযায়ী, নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে ড্রাইভিং লাইসেন্স বাতিল বা স্থগিত করা হতে পারে। যদি কোনো চালক শারীরিক বা মানসিকভাবে অযোগ্য বলে বিবেচিত হন অথবা ট্রাফিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার লাইসেন্স বাতিল বা নবায়ন স্থগিত করতে পারবে।

গুরুতর ট্রাফিক অপরাধের শাস্তি

কঠোর শাস্তি নির্ধারণ করা হয়েছে বিভিন্ন ট্রাফিক অপরাধের জন্য:

লাইসেন্স ছাড়া গাড়ি চালানো:

প্রথমবার ধরা পড়লে ৩ মাস পর্যন্ত কারাদণ্ড বা ৫,০০০ থেকে ৫০,০০০ দিরহাম জরিমানা।

পুনরায় অপরাধ করলে ৩ মাসের বেশি কারাদণ্ড বা ২০,০০০ থেকে ১,০০,০০০ দিরহাম জরিমানা।

মাদক বা অ্যালকোহল গ্রহণ করে গাড়ি চালানো:

অ্যালকোহল গ্রহণ করে চালালে ২০,০০০ থেকে ১,০০,০০০ দিরহাম জরিমানা এবং প্রথমবার ৩ মাসের জন্য লাইসেন্স স্থগিত, দ্বিতীয়বার ৬ মাস, এবং তৃতীয়বার হলে লাইসেন্স বাতিল করা হবে।

মাদক গ্রহণ করে চালালে ৩০,০০০ থেকে ২,০০,০০০ দিরহাম জরিমানা এবং প্রথমবার ৬ মাসের জন্য লাইসেন্স স্থগিত, দ্বিতীয়বার ১ বছর, এবং তৃতীয়বার হলে লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করা হবে।

হিট-এন্ড-রান (দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া):

দুর্ঘটনায় আহত হলে ২ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৫০,০০০ থেকে ১,০০,০০০ দিরহাম জরিমানা।

বেপরোয়া গাড়ি চালানো:

ট্রাফিক নিয়ম লঙ্ঘন করে ঝুঁকিপূর্ণ গাড়ি চালালে কারাদণ্ড ও উচ্চ জরিমানা হতে পারে।

গাড়ি দুর্ঘটনায় মৃত্যু ঘটানো:

দুর্ঘটনায় কারো মৃত্যু ঘটালে চালকের বিরুদ্ধে কারাদণ্ড ও অতিরিক্ত জরিমানা আরোপ করা হবে।

পরিচয় গোপন করা:

দুর্ঘটনার পর চালক যদি নিজের পরিচয় গোপন রাখেন বা ভুল তথ্য দেন, তাহলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

সংযুক্ত আরব আমিরাতের নতুন ট্রাফিক আইন কার্যকর হলে:

-       ১৭ বছর বয়সীরা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সুযোগ পাবে।

-     মাদক বা অ্যালকোহল গ্রহণ করে গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

- ৷   ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা ও কারাদণ্ড নিশ্চিত করা হবে।

সংযুক্ত আরব আমিরাত সরকার আশা করছে, এই নতুন আইন কার্যকরের মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিত হবে এবং দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo