Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতের অভ্যন্তরীণ ফ্লাইটে কি পাওয়ার ব্যাংক বহন করা যাবে?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১০:৩৬

আমিরাতের অভ্যন্তরীণ ফ্লাইটে কি পাওয়ার ব্যাংক বহন করা যাবে?

আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোতে পাওয়ার ব্যাংক ব্যবহারে কড়াকড়ি আরোপের পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি (GCAA) নির্দিষ্ট নিয়ম মেনে এমিরেটস, ইতিহাদ, ফ্লাইদুবাই ও এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে পাওয়ার ব্যাংক বহনের অনুমতি দিয়েছে। তবে ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সর্বশেষ নীতিমালা জেনে নেওয়া জরুরি।

১ এপ্রিল ২০২৫ থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্স তাদের ফ্লাইটে পাওয়ার ব্যাংক ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিচ্ছে। যাত্রীরা কেবল ক্যারি-অন ব্যাগেজে পাওয়ার ব্যাংক নিতে পারবেন, তবে চেক-ইন লাগেজে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ।

এছাড়া, ১৫ মার্চ থেকে থাই এয়ারওয়েজ ও এয়ারএশিয়া তাদের বিমানে পাওয়ার ব্যাংক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে যাত্রীরা তাদের হাতে থাকা ব্যাগে এটি বহন করতে পারবেন, কিন্তু ফ্লাইট চলাকালীন চার্জিং করা যাবে না।

১ মার্চ থেকে ইভা এয়ার ও চায়না এয়ারলাইন্স একই ধরনের বিধিনিষেধ কার্যকর করেছে, যেখানে ফ্লাইট চলাকালীন পাওয়ার ব্যাংক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। অন্যদিকে, এয়ার বুসান আরো কঠোর ব্যবস্থা নিয়েছেএয়ারলাইনে পাওয়ার ব্যাংক ওভারহেড কম্পার্টমেন্টে রাখা যাবে না, বরং যাত্রীদের এটি তাদের সঙ্গে রাখতে হবে।

সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস, ইতিহাদ, ফ্লাইদুবাই ও এয়ার অ্যারাবিয়াতে পাওয়ার ব্যাংক বহনের অনুমতি রয়েছে, তবে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মানতে হবে:

-       পাওয়ার ব্যাংক শুধু ক্যারি-অন ব্যাগেজে বহন করা যাবে, চেক-ইন লাগেজে রাখা যাবে না।

-       GCAA-এর নিয়ম অনুসারে, পাওয়ার ব্যাংক স্পেয়ার ব্যাটারি হিসেবে গণ্য হয় এবং প্রতিটি ব্যাটারি সংক্ষিপ্ত-সার্কিট থেকে রক্ষার জন্য পৃথকভাবে প্যাকেজ করতে হবে।

-       লিথিয়াম ব্যাটারি, নন-স্পিলেবল ব্যাটারি, নিকেল-মেটাল হাইড্রাইড ব্যাটারি এবং অন্যান্য শুকনো ব্যাটারিও কেবল হ্যান্ড ব্যাগেজে রাখা যাবে।

-       প্রত্যেক যাত্রী সর্বোচ্চ ১৫টি পার্সোনাল ইলেকট্রনিক ডিভাইস (PED), যার মধ্যে পাওয়ার ব্যাংকও অন্তর্ভুক্ত, বহন করতে পারবেন।

-       ফ্লাইট চলাকালীন পাওয়ার ব্যাংক সম্পূর্ণ বন্ধ রাখতে হবে এবং চার্জিং করা যাবে না।

এমিরেটস, ইতিহাদ, ফ্লাইদুবাই ও এয়ার অ্যারাবিয়ার অফিসিয়াল নীতিমালায় স্পষ্ট বলা হয়েছে যে, পাওয়ার ব্যাংক কেবল হাতের ব্যাগে নেওয়া যাবে, চেক-ইন ব্যাগেজে বহন করা নিষিদ্ধ। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই নীতিমালা কঠোরভাবে কার্যকর করা হবে।

ভ্রমণের আগে নির্দিষ্ট এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে সর্বশেষ বিধিনিষেধ সম্পর্কে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo