সৌদিতে ধরপাকড়, মার্চের প্রথম সপ্তাহে গ্রেফতার ২০,৭৪৯

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১০:৩০

আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করেছে সৌদি সরকার, যাদের বেশির ভাগ প্রবাসী।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে ২০,৭৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ১৩,৮৭১ জন আবাসন আইন লঙ্ঘনকারী, ৩,৫১৭ জন সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনকারী এবং ৩,৩৬১ জন শ্রম আইন লঙ্ঘনকারী।
এছাড়া ১,০৫১ জনকে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় আটক করা হয়; যাদের মধ্যে ৪৩ শতাংশ ইয়েমেনি, ৫৪ শতাংশ ইথিওপিয়ান এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে, ৯০ জনকে অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করার সময় গ্রেফতার করা হয়েছে। এছাড়া অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় বা নিয়োগ দেয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদেরও গ্রেফতার করা হয়েছে।
বর্তমানে ৪০,১৭৩ জন লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে, যাদের মধ্যে ৩৫,৮৬২ জন পুরুষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে যে, অবৈধ প্রবাসীদের সহায়তা প্রদানকারীদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং তাদের যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে।
সৌদি কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ৪৫,২৮৯ জন অবৈধ প্রবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এর মধ্যে ৪০,৫৩২ জন পুরুষ ও ৪,৭৫৭ জন নারী রয়েছেন।
মন্ত্রণালয় সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে এবং সন্দেহভাজন কোনো অবৈধ অভিবাসী সম্পর্কে তথ্য থাকলে তা কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেছে।
খবর আরব নিউজের।