রমজানের প্রথম ১০ দিনে দুবাইতে ৩৩ ভিক্ষুক গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১১:১৮

রামাদানের প্রথম ১০ দিনে ৩৩ জন ভিক্ষুককে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। তবে এসব ভিক্ষুকরা কোন দেশের – তা জানায়নি পুলিশ বিভাগ। “ভিক্ষাবিরোধী অভিযান”এর অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে, যার স্লোগান ছিল: "একটি সচেতন সমাজ, ভিক্ষুক মুক্ত"।
এই অভিযানে সহযোগিতা করছে দুবাইয়ের সাধারণ আবাসন ও বিদেশি বিষয়ক অধিদপ্তর, রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (RTA), দুবাই পৌরসভা, ইসলামিক অ্যাফেয়ার্স ও চ্যারিটেবল অ্যাকটিভিটি বিভাগ, এবং আল আমিন সার্ভিস।
পুলিশের সহকারি পরিচালক কর্নেল আহমেদ আল ওদাইদি জানান, “এটি একটি কার্যকর অভিযান যা প্রতিটি বছর ভিক্ষুকদের সংখ্যা কমাতে সহায়ক হয়েছে। রামাদানের প্রথম ১০ দিনে, অভিযানে ৩৩ জন ভিক্ষুককে গ্রেফতার করা হয়েছে।”
তিনি আরও বলেন, ভিক্ষুকরা জনসাধারণের সহানুভূতি কাজে লাগানোর নানা উপায় খুঁজে বের করে। এটি শিশু, রোগী বা প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহার করে সহানুভূতি অর্জনের মাধ্যমে হতে পারে। "অনেক ক্ষেত্রে নারী ভিক্ষুকদের দেখা গেছে যারা শিশুদের সাথে ভিক্ষা করছে," তিনি উল্লেখ করেন।
অভিযানটি ভিক্ষার সকল ধরনের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে, যেগুলোর মধ্যে প্রথাগত ভিক্ষা— যা মসজিদে প্রার্থনা, জনসমাবেশ এবং বাজারে ঘটে—এবং প্রথাগত ভিক্ষা, যেমন অনলাইনে ভিক্ষা চাওয়া বা মসজিদ নির্মাণের জন্য দান সংগ্রহের নামে সহানুভূতির আবেদন, অন্তর্ভুক্ত।
কর্নেল আল ওদাইদি জনগণকে ভিক্ষুকদের আবেদন এড়িয়ে চলতে এবং পিটি থেকে তাদের সঙ্গে যোগাযোগ না করতে পরামর্শ দিয়েছেন। তিনি জনগণকে দুবাই পুলিশ অ্যাপ বা পুলিশ আই সেবা ব্যবহার করে ভিক্ষুকদের অভিযোগ করার জন্য উৎসাহিত করেছেন। এছাড়াও ই-ক্রাইম প্ল্যাটফর্মে অনলাইনে ভিক্ষাবিরোধী অভিযোগ করার আহ্বান জানানো হয়েছে।
দুবাই পুলিশ একটি সচেতন সমাজ গড়ে তুলতে এবং ভিক্ষাবিরোধী প্রচারণা চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।
তথ্যসূত্র: গালফ নিউজ