কুয়েতে ছয় মাসে ৪২ হাজারের বেশি নাগরিকত্ব বাতিল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১১:১৯

কুয়েত সরকার গত ছয় মাসে ৪২ হাজারের বেশি ব্যক্তির নাগরিকত্ব বাতিল করেছে। দেশের নাগরিকত্ব আইন এবং বৈধ বসবাসের নিয়ম মেনে না চলায় এই বিপুল সংখ্যক নাগরিকের নাগরিকত্ব বাতিল করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে গঠিত একটি সুপ্রিম কমিটি এই কাজ তদারকি করছে।
কুয়েত সরকার জানিয়েছে, এই নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত অনিয়মিত অভিবাসন, দ্বৈত নাগরিকত্ব এবং জাল নথি ব্যবহারের মাধ্যমে নাগরিকত্ব প্রাপ্তির মতো বিষয়গুলো তদন্তের পর নেয়া হয়েছে।
এছাড়া কুয়েতি আইন অনুযায়ী নাগরিকত্ব বাতিলের অন্যতম কারণ হলো জাতীয় নিরাপত্তা হুমকির সৃষ্টি। এটি নিশ্চিত করতে সরকার কঠোরভাবে জাতীয় নিরাপত্তা, অসত্য ও জালিয়াতি সম্পর্কিত বিষয়গুলো পর্যালোচনা করেছে।
এই পর্যালোচনার ফলে কুয়েতের জনপ্রিয় অভিনেতা দাউদ হুসেইন ও গায়িকা নাওয়ালের মতো বিশিষ্ট ব্যক্তিরাও নাগরিকত্ব হারিয়েছেন।
সরকারি সূত্রে জানানো হয়েছে, এই প্রক্রিয়া কুয়েতের সার্বভৌম অধিকারের অধীনে এবং কুয়েতি আইনের সম্পূর্ণ শর্তাবলির মধ্যে হচ্ছে। প্রতিটি মামলা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হচ্ছে এবং আইনি মূল্যায়ন ও গভীর তদন্তের ভিত্তিতে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
এদিকে, বিয়ের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া নারীদের ব্যাপারে কিছু উদ্বেগ দেখা দিয়েছে। তবে সরকার জানিয়েছে, সামাজিক সহায়তা, পেনশন, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা সুবিধা নিয়ে সব সিদ্ধান্ত প্রতিটি ক্ষেত্রে আলাদা পর্যালোচনা করা হবে যাতে অপ্রত্যাশিত কষ্ট এড়ানো যায়।
কুয়েত সরকার নিশ্চিত করেছে, এই প্রক্রিয়া শাস্তিমূলক উদ্দেশ্য নয়। বরং এটি আইনি একটি প্রক্রিয়া, যা প্রশাসনিক স্বচ্ছতা বাড়াবে এবং জাতীয় কল্যাণ কর্মসূচির টেকসই অবস্থা নিশ্চিত করবে।
কুয়েত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নাগরিকত্ব সংক্রান্ত পর্যালোচনার লক্ষ্য অসঙ্গতিগুলো দূর করা ও সরকারি সুবিধা সঠিকভাবে বিতরণ করা।
তথ্যসূত্র: গালফ নিউজ