Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

দুবাইয়ের লটারি, এক বাংলাদেশি জিতলেন ৩০ লাখ টাকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৭:৫৪

দুবাইয়ের লটারি, এক বাংলাদেশি জিতলেন ৩০ লাখ টাকা

আরব আমিরাতে বিগ টিকেট লটারিতে ৩০ লাখ টাকার লটারি জিতলেন এক বাংলাদেশি। তার নাম আবদুল আজিজ জাবাল। তিনি বিগ টিকেট লটারির তৃতীয় বিজয়ী হিসেবে ৯০ হাজার দিরহাম জেতেন। 

বিগ টিকেটের শুরু থেকে তিনি নিয়মিত টিকেট কিনতেন। এবারো ৪৫ জনের দলের সঙ্গে যৌথভাবে এই টিকেট কিনেছিলেন। আজিজ জাবাল জানান, তিনি যখন টিকেট জয়ের ফোন পান, তখন তার বিস্ময়ের সীমা ছিল না। তিনি জানান, পুরস্কারের টাকা তিনি দলের সদস্যদের সঙ্গে ভাগ করে নেবেন। 

নিজের অংশের টাকা পরিবারের সঙ্গে উপভোগ করবেন বলে জানান তিনি। ভবিষ্যতে তিনি এই টিকেট কেনা চালিয়ে যাবেন, যাতে আরো টাকা জিততে পারেন। ৫৬ বছর বয়সী জাবাল ১৯৯৫ সাল থেকে আবুধাবিতে থাকছেন।  

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সম্প্রতি অনুষ্ঠিত বিগ টিকেট লটারিতে চারজন প্রবাসী ভাগ্যবান বিজয়ী হয়েছেন। তাদের মধ্যে একজন কানাডার নাগরিক খালদুন সাইমোয়া, যিনি দুবাইয়ে বসবাস করছেন। তিনি ৯০ হাজার দিরহাম জিতেছেন। বিগ টিকেট লটারি সংযুক্ত আরব আমিরাতে জনপ্রিয় একটি লটারি, যেখানে প্রবাসীরা নিয়মিতভাবে অংশগ্রহণ করে তাদের ভাগ্য পরীক্ষা করেন।

Logo