Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

দুবাইয়ে হোটেল-মোটেলে কর্মসংস্থানের বিশাল সম্ভাবনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:২৫

দুবাইয়ে হোটেল-মোটেলে কর্মসংস্থানের বিশাল সম্ভাবনা

২০২৭ সালের মধ্যে দুবাইতে ১১,৩০০-এর বেশি নতুন হোটেল রুম চালু হতে যাচ্ছে, যার মধ্যে ২০২৫ সালেই প্রায় ৪,৬২০টি রুম বাজারে আসবে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান ক্যাভেনডিস ম্যাক্সওয়েল। ফলে এই খাতে বড় ধরনের কর্মসংস্থান হবে অদূর ভবিষ্যতে। 

এই নতুন রুমগুলোর ফলে দুবাইয়ের হোটেল, খুচরা বিক্রয়, পরিবহন, খাদ্য ও পানীয় এবং অন্যান্য খাতে হাজারো নতুন প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। 

দুবাইয়ের বাহি আজমান প্যালেস ও কোরাল বিচ রিসোর্ট শাহজাহের এরিয়া জেনারেল ম্যানেজার ইফতিখার হামদানি বলেন, “১১,৩০০ নতুন হোটেল রুম যোগ হওয়ার ফলে প্রায় ১৫,০০০ সরাসরি আতিথেয়তা কর্মী প্রয়োজন হবে। তবে আসল অর্থনৈতিক শক্তি এর চেয়েও বেশি। প্রতি হোটেল চাকরির বিপরীতে খুচরা বিক্রয়, সরবরাহ চেইন, বিনোদন ও পর্যটন সেবার মতো খাতে আরো ২-৩টি পরোক্ষ চাকরি তৈরি হয়। এই সম্প্রসারণ শুধু হোটেল বেড বাড়ানোর জন্য নয়; এটি দুবাইয়ের শ্রমবাজারকে আরো শক্তিশালী করা, রাজস্ব প্রবাহ বাড়ানো এবং শহরটিকে একটি বৈশ্বিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্যও গুরুত্বপূর্ণ।”

তিনি ব্যাখ্যা করেন, “হোটেলগুলোর কার্যক্রম পরিচালনার জন্য সাধারণত প্রতি রুমের জন্য ১.২-১.৫ জন কর্মচারী প্রয়োজন হয়, যা হোটেলের ধরন (লাক্সারি বা মিড-স্কেল) এবং সুবিধাগুলোর (যেমন স্পা, রেস্টুরেন্ট) ওপর নির্ভর করে। দুবাইয়ের উচ্চ-পরিসেবা আতিথেয়তা খাতের জন্য গড় হিসাব ১.৩ কর্মী প্রতি রুম ধরে নেয়া যেতে পারে।”

তিনি আরো বলেন, “আতিথেয়তা খাতের এই প্রবৃদ্ধি খুচরা বিক্রয়, পরিবহন, নির্মাণ ও পর্যটন সেবার মতো পার্শ্ব খাতে ২.৫-৩ গুণ বেশি কর্মসংস্থান তৈরি করতে পারে। ফলে প্রায় ৩৬ হাজার থেকে ৫০ হাজার পরোক্ষ চাকরি সৃষ্টি হতে পারে, যার মধ্যে রয়েছে সরবরাহকারী, রক্ষণাবেক্ষণ কর্মী, ট্যুর অপারেটর ইত্যাদি।”

২০২৫ সালে ২০টি হোটেলে ৪,৬১৯ নতুন রুম যুক্ত হবে 

ক্যাভেনডিস ম্যাক্সওয়েলের তথ্যমতে, ২০২৫ সালে ২০টি নতুন হোটেলে ৪,৬১৯টি রুম যুক্ত হবে। এর মধ্যে ১,৬৮৫টি রুম (৮টি হোটেল) বিলাসবহুল (লাক্সারি) বিভাগে থাকবে, যা মোট নতুন সরবরাহের ৩৬%। দ্বিতীয় অবস্থানে রয়েছে “আপার আপস্কেল “ বিভাগ, যেখানে ৬টি হোটেলে ১,৫২০টি রুম যুক্ত হবে।

২০২৩ সালে দুবাইতে ১৭.১৫ মিলিয়ন পর্যটক রাতযাপন করেছিল, যা ২০২৪ সালে ৯.১% বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির ধারা দুবাইকে বৈশ্বিক পর্যটন ও আতিথেয়তা কেন্দ্র হিসেবে আরো শক্তিশালী করছে।

রিপোর্টসূত্র: খালিজ টাইমস্

Logo