মক্কার গ্র্যান্ড মসজিদের কার্পেট দৈর্ঘ্যে ২০০ কিলোমিটার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১০:৩৭

সৌদি আরবের মক্কায় অবস্থিত ইসলামের পবিত্রতম স্থান গ্র্যান্ড মসজিদে ৩৩ হাজার বিলাসবহুল কার্পেট সংযোজন করা হয়েছে, দৈর্ঘ্যে যা আনুমানিক ২০০ কিলোমিটার পর্যন্ত বড় হতে পারে বলে সংশ্লিষ্ট একটি সরকারি সংস্থা জানিয়েছে।
মসজিদের বাইরের উঠানেও এই কার্পেট বিছানো হয়েছে, যা সর্বোচ্চ মান নিশ্চিত করে তৈরি করা হয়েছে।
এই কার্পেটগুলো এতটাই মজবুত যে তা দীর্ঘদিন টেকসই থাকবে এবং ভারী ব্যবহারের চাপ সহ্য করতে পারবে। পাশাপাশি নামাজ আদায়ের সময় মুসল্লিদের আরামের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
স্বয়ংক্রিয় প্রযুক্তি সংযোজিত কেন্দ্রীয় কার্পেট ধোয়ার কারখানা
গ্র্যান্ড মসজিদের কার্পেট পরিষ্কার ও জীবাণুমুক্ত করার জন্য মক্কায় একটি কেন্দ্রীয় কার্পেট ধোয়ার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে, যেখানে স্বয়ংক্রিয় লন্ড্রি ব্যবস্থা রয়েছে।
গ্র্যান্ড মসজিদ, যেখানে পবিত্র কাবা অবস্থিত, মুসলিমদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় কেন্দ্র। বিশ্বজুড়ে লাখো মুসলিম সৌদি আরবে এসে ওমরাহ পালন করেন এবং এই মসজিদে নামাজ আদায় করেন।
চলতি বছর পবিত্র রমজান মাস ২৯ মার্চ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাধারণত এই মাসেই ওমরাহ পালনের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ইতোমধ্যে এবারের রোজায় এক সাথে ৫ লাখ হাজি ওমরাহ পালন করেছে, যাকে সর্বকালের রেকর্ড বলে দাবি করেছে সৌদি সরকার।
১৩ হাজার পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত
চলতি রমজানের প্রথম ১০ দিনে ৫৫ লাখ ওমরাহ পালনকারীসহ ২ কোটি ৫০ লাখেরও বেশি মুসল্লি গ্র্যান্ড মসজিদে নামাজ আদায় করেছেন।
রমজান মাস শুরুর আগে থেকেই সৌদি কর্তৃপক্ষ বিপুলসংখ্যক হাজিদের আগমনের কথা মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি নিয়েছে, যাতে তারা সহজে ও স্বাচ্ছন্দ্যে তাদের ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পারেন।
এই লক্ষ্যে মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য প্রায় ১৩ হাজার কর্মী নিয়োজিত করা হয়েছে, যারা দিনে ২৪ ঘণ্টা পালাক্রমে কাজ করছেন।
পরিচ্ছন্নতা কর্মীরা বিভিন্ন দলে ভাগ হয়ে কাজ করছেন, যাতে মসজিদে সব সময় পরিচ্ছন্নতার ব্যবস্থা নিশ্চিত করা যায়।
গ্র্যান্ড মসজিদে মাত্র ৩৫ মিনিটের মধ্যে সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ করা হয়, যা মুসল্লিদের নামাজ বা ধর্মীয় কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটায় না বলে জানিয়েছে দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধানকারী সাধারণ কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: গালফ নিউজ