Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আরবি শেখাতে সৌদি আরবের নতুন উদ্যোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১১:৩৮

ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আরবি শেখাতে সৌদি আরবের নতুন উদ্যোগ

আন্তর্জাতিক স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য আরবি ভাষা দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয় (IMSIU)। এই উদ্যোগটির নাম "সুফারা আল-আরাবিয়া" (আরবির দূত), যা শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক ও পেশাগত ক্ষেত্রে আরবি ভাষা কার্যকরভাবে ব্যবহারের সুযোগ তৈরি করবে।

IMSIU-র প্রেসিডেন্ট ড. আহমেদ আল-আমেরি বলেন, "এই উদ্যোগটি আরবি ভাষার সাংস্কৃতিক পরিচিতি শক্তিশালী করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি সৌদি আরবের ভিশন ২০৩০ অর্জনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে।" তিনি আরো বলেন, "বিশ্বব্যাপী আরবি ভাষার মর্যাদা বৃদ্ধি ও তার সংস্কৃতি তুলে ধরতে বিশ্ববিদ্যালয়টি আন্তঃবিভাগীয় শিক্ষাগত ব্যবস্থা ব্যবহার করছে এবং সরকারি ও বেসরকারি খাতে ভাষা পরিষেবা প্রদান করছে।"

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক উপ-উপাচার্য ড. আব্দুল্লাহ আল-আসমারি বলেন, "আরবি ভাষা শিক্ষায় বিনিয়োগ একটি সাংস্কৃতিক দায়িত্ব, যা যুগের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য ক্রমাগত প্রচেষ্টার দাবি রাখে।" তিনি উল্লেখ করেন যে, এই উদ্যোগটি আরবি ভাষার মর্যাদা বৃদ্ধি করতে এবং এটিকে জাতীয় ও সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে ভিশন ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

আরবি ভাষা অনুষদের ডিন ড. খালেদ আল-খারান বলেন, "এই উদ্যোগটি বিশ্বব্যাপী আন্তর্জাতিক স্কলারশিপ শিক্ষার্থীদের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে এবং এটি আরবি ভাষাকে একটি জীবন্ত ভাষা হিসেবে প্রচার করার জন্য গুরুত্বপূর্ণ।" তিনি আরো বলেন, "এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের ভাষাগত ও সৃজনশীল দক্ষতা উন্নয়নে বিভিন্ন সমৃদ্ধকরণ কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে সৃজনশীল লেখা, কবিতা সংকলন প্রকাশনা এবং জাতীয় ও আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।"

উদ্যোগের পরিচালক মোহাম্মদ আল-আমার বলেন, "বিশ্ববিদ্যালয়টি এমন এক প্রজন্ম তৈরি করতে কাজ করছে, যারা আরবি ভাষায় দক্ষ ও সৃজনশীল উপায়ে বিশ্বব্যাপী যোগাযোগ করতে সক্ষম হবে।" তিনি আরো বলেন, "IMSIU একাডেমিক ও সাংস্কৃতিকভাবে আরবি ভাষার প্রভাব বিস্তারের জন্য কাজ করছে এবং জাতীয় সাংস্কৃতিক পরিচিতি তুলে ধরার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ।"

তিনি আরো যোগ করেন, "এই উদ্যোগের মাধ্যমে স্কলারশিপগ্রহীতা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হবে, যাতে ভবিষ্যতে তারা নিজ নিজ দেশে আরবি ভাষার প্রসারে ভূমিকা রাখতে পারে। IMSIU এ ধরনের পদক্ষেপের মাধ্যমে আরবি ভাষাকে বৈশ্বিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক অঙ্গনে এর উপস্থিতি আরো জোরদার করতে কাজ করে যাচ্ছে।"

তথ্যসূত্র: আরব নিউজ

Logo