আবারো উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য, শান্তি প্রক্রিয়ায় শঙ্কা বাড়ছেই

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১১:০৩

বিমান হামলা জোরদার করার পর এবার গাজায় স্থল অভিযানের পরিধি বাড়িয়েছে ইসরায়েল। এদিকে দুই দিনে গাজায় ৪৩০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার তথ্য জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তাদের সৈন্যরা নেতজারিম করিডোর পর্যন্ত চলে গেছে, যেটি গাজা উপত্যকাকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করেছে।
গাজায় নতুন করে হামলার ফলে জানুয়ারি থেকে চলমান যুদ্ধবিরতি চুক্তির কার্যত সমাপ্তি ঘটেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল "পূর্ণশক্তিতে যুদ্ধ পুনরায় শুরু করেছে" এবং "এটি কেবল শুরু"।
এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে লেবানন থেকে ইসরায়েলে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়। যার জবাবে পাল্টা হামলা চালায় ইসরায়েল।
গত নভেম্বরের যুদ্ধবিরতির পর এটিই সেখানে সবচেয়ে ভয়াবহ হামলা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই বিমান হামলায় একজন শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরো অন্তত ৪০ জন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ২২ মার্চ লেবানন থেকে ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়।
ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে সরকারের নিষেধাজ্ঞার মধ্যেই তৃতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে তুরস্কে। এ সময় বিক্ষোভকারীদের উপর টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করেছে পুলিশ। দেশটিতে বিক্ষোভ-সমাবেশের ওপর চার দিনের নিষেধাজ্ঞা জারি রয়েছে।
তুরস্কের রাজনীতিতে সেক্যুলার দল হিসেবে পরিচিত রিপাবলিকান পিপলস পার্টির-সিএইচপি'র নেতা একরেম ইমামোগলু। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করার কথা ছিল এ সপ্তাহের শেষের দিকে। এর মধ্যেই ১৯ মার্চ দুর্নীতি এবং সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তার অভিযোগে আরো ১০৫ জনের সঙ্গে ইমামোগলুকেও আটক করা হয়। এরপর সোশ্যাল মিডিয়ায় 'উসকানিমূলক' পোস্ট দেওয়ার অভিযোগে আরো অনেককে আটক করে সরকার।
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের উপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে বলে জানিয়েছে হুথি বিদ্রোহী গোষ্ঠীর স্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে ওয়াশিংটন জানিয়েছে, নিহতদের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকজন হুথি সদস্য রয়েছে, যদিও এই গোষ্ঠী বিষয়টি এখনো নিশ্চিত করেনি। হুথিরা জানিয়েছে, রোববার রাতে বন্দর নগরী হুদাইদাতে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।
সার্বিকভাবে অশান্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। নতুন করে একের পর এক হামলা ও রাজনৈতিক সংকটে উত্তাপ ছড়াচ্ছে পুরো মধ্যপ্রাচ্যে, যার ভুক্তভোগী হচ্ছে এ অঞ্চলের বিশাল জনগোষ্ঠী। খুব শিগগির এই অশান্ত পরিস্থিতির পরিবর্তন হবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা।
তথ্যসূত্র: বিবিসি