
সৌদি আরবের কয়েকটি অঞ্চলে চলমান বৃষ্টিপাতের প্রবণতা ঈদুল ফিতর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন এক আবহাওয়াবিদ।
সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্রের (NCM) আবহাওয়া বিশেষজ্ঞ আকীল আল আকীল জানিয়েছেন, রমজানের শুরু থেকেই যে বৃষ্টিপাত চলছে, তা আগামী সপ্তাহের ঈদ পর্যন্ত চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
তিনি জানান, দেশটির মধ্য ও পূর্বাঞ্চলের উচ্চভূমি এবং মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এছাড়া NCM জানিয়েছে, সৌদি আরবের সাতটি অঞ্চলে রবিবার থেকে বজ্রঝড়, শিলাবৃষ্টি ও দৃষ্টিসীমা কমিয়ে দেওয়া বাতাসের পূর্বাভাস রয়েছে। এর মধ্যে পূর্ব প্রদেশ, রিয়াদ, নাজরান, জিজান, আসির, আল বাহা ও মক্কার কিছু অংশ সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে।
এদিকে, আল কাসিম, মদিনা ও তাবুক উপকূলীয় অঞ্চলে প্রবল বাতাস ও বালুঝড় দেখা দিতে পারে।
গত সপ্তাহান্তে মক্কাসহ সৌদি আরবের পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় ভারী বর্ষণ হয়েছে। মক্কা কর্তৃপক্ষ প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, প্রবল বৃষ্টির মধ্যেও হাজিরা মসজিদুল হারামে তাদের ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করছেন।
এছাড়া গত সপ্তাহে জেদ্দায় ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে জেদ্দার উত্তর-পূর্ব অঞ্চলে টানা বর্ষণের ফলে সৃষ্ট বন্যার দৃশ্য উঠে এসেছে।
তথ্যসূত্র: গালফ নিউজ