Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদির যে মসজিদে প্রতিদিন ২ লাখ ইফতার দেয়া হয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১০:৫৯

সৌদির যে মসজিদে প্রতিদিন ২ লাখ ইফতার দেয়া হয়

রমজানের শেষ ভাগে প্রবেশের সঙ্গে সঙ্গে পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর দেখভালের দায়িত্বপ্রাপ্ত জেনারেল অথরিটি ইফতার বিতরণ কার্যক্রম আরো জোরদার করেছে। প্রতিদিন মক্কার গ্র্যান্ড মসজিদে ২ লাখের বেশি ইফতার বিতরণ করা হচ্ছে।

এই বিশাল কর্মযজ্ঞটি বিভিন্ন দাতব্য সংস্থার সহযোগিতায় পরিচালিত হচ্ছে। প্রতিদিন ৩ হাজার কর্মী ও ১ হাজার স্বেচ্ছাসেবক মিলে ৩,২০০টি ইফতার প্রসারিত করে, যা মোট ৫০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত।

বিপুল পরিসরের এই আয়োজন সত্ত্বেও চমকপ্রদ দক্ষতার সঙ্গে পরিচ্ছন্নতা বজায় রাখা হয়। সূর্যাস্তের মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ইফতারের সমস্ত আয়োজন সরিয়ে ফেলা হয় এবং এলাকা পরিষ্কার করা হয়, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে তাদের মাগরিবের নামাজ আদায় করতে পারেন।

এই কার্যক্রম স্বাস্থ্যবিধি ও সংগঠনের নির্ধারিত নিয়ম মেনে পরিচালিত হয়, যাতে মুসল্লিদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করা যায়।

তথ্যসূত্র: গালফ নিউজ 

Logo