হজযাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করল সৌদি আরব

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১২:৩৮

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা করেছে, এ বছর হজ পালন করতে ইচ্ছুক সৌদি নাগরিক ও প্রবাসীদের জন্য মেনিনজাইটিস ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আগে এই নিয়ম শুধু বিদেশি হজযাত্রীদের জন্য প্রযোজ্য ছিল।
মন্ত্রণালয় স্পষ্ট করেছে, হজ প্যাকেজগুলোতে প্রবেশাধিকার সীমিত থাকবে এবং ভ্যাকসিন গ্রহণের প্রমাণ ছাড়া সেগুলো দেখা বা কেনা যাবে না। হজযাত্রীদের সুস্থতা নিশ্চিত করতে এবং সংক্রমণ প্রতিরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া মন্ত্রণালয় হজযাত্রীদের ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দিয়েছে এবং এই ভ্যাকসিনের জন্য সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের 'Sehhaty' অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে বলেছে।
এর আগে ওমরাহ পালনকারীদের জন্যও একই নিয়ম চালু করা হয়েছিল। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছিল, ওমরাহযাত্রীদের অবশ্যই ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিস ভ্যাকসিন নিতে হবে। এই নিয়ম ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে এবং এখন থেকে সকল ওমরাহ যাত্রীর জন্য এটি বাধ্যতামূলক।
তথ্যসূত্র: গালফ নিউজ