
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা এবার কয়টি হবে? ঈদুল ফিতর ৩০ না, ৩১ মার্চ?
রোজা ২৯টি হলে ঈদুল ফিতর গড়াবে রোববার। আর ৩০টি হলে ঈদ পড়বে সোমবার। এ নিয়ে আলোচনা চলছে। আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা চাঁদ পর্যবেক্ষণ করে এর একটি যুতসই উত্তর দিয়েছেন।
আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ও আরব ইউনিয়ন ফর স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমির সদস্য ইব্রাহিম আল-জারওয়ান গালফ নিউজকে জানিয়েছেন, নির্ভুল জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, শনিবার ২৯ মার্চ ২০২৫ মানে ২৯ রমজান ১৪৪৬ হিজরি, সূর্যাস্তের পর শাওয়াল মাসের চাঁদ দেখা সম্ভব নয়।
ফলে রমজান মাস পূর্ণ ৩০ দিন হবে। যার ফলে ৩০ মার্চ রোববার হবে রমজানের শেষ দিন এবং আরব দেশগুলোতে এ বছর ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে সোমবার, ৩১ মার্চ।
জ্যোতির্বিজ্ঞানী আল-জারওয়ান ব্যাখ্যা করেছেন এভাবে যে–
• শাওয়াল মাসের নতুন চাঁদ শনিবার, ২৯ মার্চ সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী ১৪:৫৮তে মানে বিকেল ২:৫৮তে জন্ম নেবে।
• আমিরাতে এটি সূর্যাস্তের প্রায় ৫ মিনিট পর অস্ত যাবে, আর মক্কায় সূর্যাস্তের প্রায় ১০ মিনিট পর অস্ত যাবে।
• চাঁদের বয়স আমিরাতে প্রায় ৩ ঘণ্টা ৩৫ মিনিট এবং মক্কায় প্রায় ৪ ঘণ্টা ২৫ মিনিট হবে।
• মক্কায় সূর্যাস্তের সময় চাঁদের উচ্চতা পশ্চিম দিগন্তের উপরে মাত্র ২ ডিগ্রি থাকবে, যা পর্যবেক্ষণের জন্য যথেষ্ট নয়।
চাঁদ দেখার প্রয়োজনীয় শর্তসমূহ
আল-জারওয়ানের মতে, চাঁদ দেখার জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ হতে হবে, যেমন–
• নতুন চাঁদ সূর্যাস্তের আগে জন্ম নিতে হবে।
• চাঁদ সূর্যের অন্তত ৬ ডিগ্রি দূরে থাকতে হবে।
• চাঁদের বয়স কমপক্ষে ১২ ঘণ্টা হতে হবে।
• চাঁদ সূর্যাস্তের অন্তত ২০ মিনিট পর পর্যন্ত দিগন্তের ওপরে থাকতে হবে।
তিনি বলেন, ‘২৯ মার্চ সন্ধ্যায় এই শর্তগুলো পূরণ হবে না, তাই নিশ্চিতভাবে চাঁদ দেখা সম্ভব হবে না। ফলে ৩০ মার্চ রমজানের শেষ দিন হিসেবে নির্ধারিত হবে এবং ঈদুল ফিতর হবে ৩১ মার্চ সোমবার। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইসলামী কর্তৃপক্ষের উপর নির্ভর করবে।’
মক্কা, কায়রো, মাসকট ও আম্মানের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোর জন্যও হিসাব করা হয়েছে। এতে দেখা গেছে, ২৯ মার্চ সূর্যাস্তের সময় কোনো অবস্থাতেই চাঁদ খালি চোখে বা টেলিস্কোপের মাধ্যমে দেখা যাবে না।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের হিসাব অনুযায়ী, যেসব দেশ চাঁদ দেখার ওপর নির্ভর করে, তারা সম্ভবত ৩০ দিন রোজা পালন করবে, অর্থাৎ তাদের ঈদ হবে ৩১ মার্চ সোমবার।
মিসরের অবস্থান
মিসরের জাতীয় জ্যোতির্বিজ্ঞান ও ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা পূর্বাভাস দিয়েছে, ঈদুল ফিতর রোববার, ৩০ মার্চ ২০২৫ হবে এবং রমজান ২৯ দিনে শেষ হবে।
তাদের মতে–
• শাওয়ালের চাঁদ শনিবার, ২৯ মার্চ দুপুর ১২টায় জন্ম নেবে।
• মক্কায় এটি সূর্যাস্তের ৭ মিনিট পর পর্যন্ত দৃশ্যমান থাকবে।
• কায়রোতে এটি ১১ মিনিট দৃশ্যমান থাকবে।
• মিসরের বিভিন্ন স্থানে এটি ৯ থেকে ১২ মিনিট পর্যন্ত দেখা যাবে।
তবে মিসরের দার আল-ইফতা চাঁদ দেখার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
শেষ কথা
আসন্ন ঈদুল ফিতর ২০২৫ সালের ৩০ মার্চ রোববার নাকি ৩১ মার্চ সোমবার হবে, তা নির্ভর করছে চাঁদ দেখার ওপর। যদিও জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন রমজান ৩০ দিন পূর্ণ হবে এবং ঈদ ৩১ মার্চ সোমবার হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশগুলোর ইসলামী চাঁদ দেখা কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: গালফ নিউজ