Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

লাইলাতুল কদরে পবিত্র মসজিদগুলোতে মুসল্লির ঢল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১২:২১

লাইলাতুল কদরে পবিত্র মসজিদগুলোতে মুসল্লির ঢল

সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মুসলমান লাইলাতুল কদর উপলক্ষে মক্কার পবিত্র মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে একত্রিত হন। বুধবার রাতে মসজিদুল হারামে রেকর্ড ৪২ লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটে, যেখানে তারা তারাবিহ ও তাহাজ্জুদ নামাজ আদায় করেন।

আল-একবরিয়ার তথ্যমতে, পবিত্র কোরআনে উল্লিখিত লাইলাতুল কদরকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত হিসেবে বর্ণনা করা হয়েছে। যদিও লাইলাতুল কদর নির্দিষ্ট কোন রাত তা নিশ্চিত নয়, তবে অনেক মুসলিম মনে করেন যে এটি ২৭ রমজানেই ঘটে। তাই, শেষ দশকের বিজোড় রাতগুলোতে বিশেষ ইবাদত ও দোয়া করার জন্য মুসলিম উম্মাহকে উৎসাহিত করা হয়।

পবিত্র মসজিদুল হারামে মুসল্লিদের নির্বিঘ্নে ইবাদত সম্পাদনের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়। মসজিদ কর্তৃপক্ষ মাতাফ (তাওয়াফ চত্বর) এলাকায় প্রতি ঘণ্টায় ১ লাখ ৭ হাজার হাজিকে স্থান দেওয়ার ব্যবস্থা করে।

সুবিধাগুলোর মধ্যে ছিল

৪২৮টি এস্কেলেটর এবং ২৮টি লিফট

১৩০০ স্পিকার সমৃদ্ধ আধুনিক অডিও ব্যবস্থা

মসজিদে শীতল পরিবেশ নিশ্চিত করতে ৯০ হাজার টনের শক্তিসম্পন্ন এয়ার কন্ডিশনিং

মক্কা অঞ্চলের স্বাস্থ্যবিষয়ক বিভাগ তাদের সেবা আরো জোরদার করেছে, যেখানে পবিত্র মসজিদের ভেতরে ও আশপাশে স্থাপিত মেডিকেল সেন্টারগুলোর মাধ্যমে হাজিদের জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

পবিত্র রমজানের এই রাতে মুসলিম উম্মাহ আল্লাহর নৈকট্য লাভের আশায় রাতভর ইবাদতে মশগুল থাকেন, যা ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ রাত হিসেবে পরিগণিত হয়।

তথ্যসূত্র: আরব নিউজ

Logo