Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মদিনায় ১২০ দেশের ৪ হাজার ইতিকাফকারীর জন্য ১২টি গুরুত্বপূর্ণ সেবা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১২:৩১

মদিনায় ১২০ দেশের ৪ হাজার ইতিকাফকারীর জন্য ১২টি গুরুত্বপূর্ণ সেবা

মদিনায় নবীজির (সা.) মসজিদে ১২০ দেশের ৪ হাজার মুসল্লির জন্য ৪৮টি নির্ধারিত স্থানে ইতিকাফ পালনের ব্যবস্থা করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সির (SPA) প্রতিবেদনে জানানো হয়েছে, তাদের জন্য ১২টি গুরুত্বপূর্ণ সেবা নিশ্চিত করা হয়েছে।

প্রদত্ত ১২টি বিশেষ সেবা

ইতিকাফ পালনকারীদের জন্য যে সেবাগুলো নিশ্চিত করা হয়েছে তা হলো— প্রতিদিনের খাবার সরবরাহ, বিশুদ্ধ পানি সরবরাহ, বহু-ভাষার অনুবাদ সেবা, ইতিকাফ সংক্রান্ত নির্দেশনা ও বিধিবিধান বোঝাতে সচেতনতামূলক স্ক্রিন, ব্যক্তিগত মালপত্র রাখার জন্য লকার, মেডিকেল ও প্রাথমিক চিকিৎসা সুবিধা, ঘুমানোর জন্য প্রয়োজনীয় সামগ্রী, কাপড় ধোয়ার সেবা, মোবাইল চার্জিং স্টেশন, ব্যক্তিগত যত্নের কিট, মসজিদে প্রবেশ ও বের হওয়ার সুবিধার্থে ইতিকাফকারীদের জন্য বিশেষ রিস্টব্যান্ড, সার্বিক পরিচ্ছন্নতা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা।

ইতিকাফকারীদের জন্য নির্দেশনা ও বিধিনিষেধ

দুই পবিত্র মসজিদের কার্যনির্বাহী কর্তৃপক্ষ ইতিকাফ পালনকারীদের কিছু নিয়ম-কানুন মেনে চলার নির্দেশ দিয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য—

সম্পূর্ণ মনোযোগে ইবাদত ও নামাজে নিবদ্ধ রাখা, তারাবিহ ও কিয়ামুল লাইলের সময় বিশৃঙ্খলা না করা, মসজিদের পরিবেশ শান্ত রাখা, পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিপাটি পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা, অন্যদের অসুবিধা হয় এমন আচরণ থেকে বিরত থাকা।

এছাড়া ইতিকাফকারীদের প্রতি অনুরোধ করা হয়েছে—

মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সাহায্য করা, নির্ধারিত লকারে তাদের মালপত্র সংরক্ষণ করা, রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী নির্ধারিত স্থানে অবস্থান করা, স্বাস্থ্য নির্দেশনা মেনে চলা ও প্রবেশ ও বাহির হওয়ার সময় নির্দিষ্ট পথ ব্যবহার করা।

নিষিদ্ধ বিষয়াবলি

অনুমোদনহীন খাবার, পানীয় বা লাগেজ বহন করা, পাঠদান বা শিক্ষামূলক সভা আয়োজন করা, অতিথি গ্রহণ করা, শিশুদের ইতিকাফস্থলে আনা।

এই বিশেষ সেবাগুলো নিশ্চিত করার মাধ্যমে মদিনায় নবীজির (সা.) মসজিদে ইতিকাফকারীদের জন্য একটি প্রশান্তিময় ও নিরাপদ ইবাদতের পরিবেশ তৈরি করা হয়েছে।

তথ্যসূত্র: আরব নিউজ

Logo