Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে ভিক্ষুকদের আয়-ইনকাম দেখে চমকে উঠল পুলিশ!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১১:৪৩

আমিরাতে ভিক্ষুকদের আয়-ইনকাম দেখে চমকে উঠল পুলিশ!

সংযুক্ত আরব আমিরাতে রমজান মাসে হঠাৎ করে বেড়ে যায় ভিক্ষুকের সংখ‍্যা। তখন আমিরাতের সরকার ভিক্ষুকদের বিরুদ্ধে অভিযান শুরু করে। এ বছর রমজানে সেই অভিযানে আটক ভিক্ষুকদের আয়-ইনকাম দেখে বিস্মিত দেশটির পুলিশ। চমকে উঠল দেশের নাগরিকরাও। 

এক ভিক্ষুককে গ্রেফতারের পর সে জানিয়েছে, তিন দিনে তার ইনকাম হয়েছে ১৪ হাজার দিরহাম বা আনুমানিক ৪ লাখ ৬৩ হাজার টাকা। এছাড়া এ বছর রমজানের প্রথম ১০ দিনে ১২৭ জন ভিক্ষুককে গ্রেফতার করেছিল দেশটির পুলিশ। তখন তাদের কাছ থেকে ৫০ হাজার দিরহাম, যা বাংলাদেশি টাকায় সাড়ে ১৬ লাখ টাকার বেশি জব্দ করে। একইভাবে শারজাহতে ১০৭ জন ভিক্ষুকের কাছ থেকে ৫০ হাজার দিরহাম জব্দ করে।

পুলিশ আরো জানায়, গত বছর দুই নারীকে তারা গ্রেফতার করেছিল, যারা ভিক্ষা করে আয় করেছিল যথাক্রমে ৬০ হাজার ও ৩০ হাজার দিরহাম সমমানের আনুমানিক সাড়ে ১৯ লাখ টাকা ও ৯ লাখ ৭৬ হাজার টাকা। 

আরব আমিরাতের পুলিশ জানিয়েছে, এ বছর গ্রেফতার হওয়া ভিক্ষুকদের মধ‍্যে ৮৭ জন পুরুষ ও ২০ জন নারী। এসব ভিক্ষুক কোন দেশের নাগরিক, তা প্রকাশ করেনি আমিরাত পুলিশ। তবে পুলিশ বলছে, গ্রেফতার হওয়া ৯৯ শতাংশই ভিক্ষাকে পেশা হিসেবে নিয়েছে।  

আমিরাতের বিভিন্ন মসজিদের সামনে রজমান মাসে বিশেষত ভিক্ষুকরা গোপনে হাত পাতে। তারা বলে যে কাজ নাই বলে তারা খেতে পারছে না, পরিবারও না খেয়ে আছে। তখন আমিরাতের বাসিন্দারা তাদের দান করে। ধনী দেশ আমিরাতের মানুষ দান খয়রাতের মাধ‍্যমে দুস্থদের সাহায‍্য করতে চায়। আর সেই সুযোগটি ভিক্ষুকরা নিয়ে থাকে। ভিক্ষুকদের কাছে এতো টাকার খোঁজ মেলায় আমিরাতের বাসিন্দারা মনে করছেন, দান-খয়রাত দিতে গিয়েও প্রতারণার শিকার হয়েছেন।   

আরব আমিরাতে ভিক্ষা করা নিষিদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রমজানের শুরু থেকেই এই অবৈধ কার্যকলাপ বন্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। অপরাধীদের জরিমানা ও কারাদণ্ডের মতো শাস্তির বিষয়ে সতর্ক করা হয়েছে। দেশটির পুলিশ বলছে, আরব আমিরাতে ভিক্ষা করে ধরা পড়লে তিন মাসের জেল আর ৫ হাজার থেকে ১ লাখ দিরহাম জরিমানা হতে পারে। 

সূত্র: খালিজ টাইমস্

Logo