Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরব, আমিরাত, কাতার, কুয়েতে পালিত হচ্ছে ঈদুল ফিতর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১০:১৫

সৌদি আরব, আমিরাত, কাতার, কুয়েতে পালিত হচ্ছে ঈদুল ফিতর

মধ‍্যপ্রাচ‍্যের সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। মাসব‍্যাপী কঠোর সিয়াম সাধনার পর ঈদুল ফিতর রোজাদারদের জন‍্য আনন্দের বার্তা নিয়ে আসে। মধ‍্যপ্রাচ‍্যের এই দেশগুলোতে ঈদের দিনের আয়োজন শুরু হবে জামাতে নামাজ পড়ার মধ‍্য দিয়ে।

সংযুক্ত আরব আমিরাতের সকালটা থাকছে কুয়াশায় ঢাকা। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আবুধাবি ও আল ধাফরা অঞ্চলে সকালটা থাকবে কুয়াশাচ্ছন্ন। ধীরে ধীরে কুয়াশা কেটে যাবে। দিনের মধ্যভাগে তাপমাত্রা বাড়বে, শেষ দিকে শীতল থাকবে।

ঈদ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েতে সরকারি ছুটি শুরু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান অন‍্যান‍্য আরব দেশের আমির ও রাজাদের সঙ্গে ফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। আল নাহিয়ান টেলিফোনে কুয়েত, কাতার আমির; বাহরাইন, জর্ডানের রাজাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

Logo