Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ভিসা ছাড়াই কারা পাচ্ছে তুরস্ক ভ্রমণের সুযোগ?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১২:০১

ভিসা ছাড়াই কারা পাচ্ছে তুরস্ক ভ্রমণের সুযোগ?

২০২৫ সালে তুরস্ক ঘোষণা করেছে, বিশ্বের ৭৮টি দেশের নাগরিকরা এখন থেকে ভিসা ছাড়াই তুরস্কে পর্যটন বা ব্যবসায়িক উদ্দেশে প্রবেশ করতে পারবেন। এর পাশাপাশি আরো অনেক দেশের নাগরিকরা সহজেই অনলাইনে ই-ভিসা সংগ্রহ করতে পারবেন।

ভিসা ছাড়াই যারা তুরস্কে প্রবেশ করতে পারবেন

ইউরোপ, এশিয়া, আফ্রিকা, আমেরিকা ও ওশেনিয়া মহাদেশের ৭৮টি দেশের নাগরিকরা ৯০ দিনের জন্য ভিসা ছাড়াই তুরস্কে থাকতে পারবেন (১৮০ দিনের মধ্যে)।

এর মধ্যে ইউরোপীয় দেশ যেমন যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, সুইডেন, নেদারল্যান্ডস ও গ্রিস অন্তর্ভুক্ত।

এশিয়ার মধ্যে জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইসরায়েল প্রভৃতি দেশ রয়েছে।

আফ্রিকার মধ্যে মরক্কো, তিউনিসিয়া ও সিশেলস,

আমেরিকা মহাদেশের দেশ যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, পেরু, ভেনেজুয়েলা এবং ওশেনিয়া থেকে নিউজিল্যান্ডের নাগরিকরা এই সুবিধা পাবেন।

বিশেষ নিয়মে ভিসামুক্ত ভ্রমণ

রাশিয়ার নাগরিকরা ৯০ দিনের মধ্যে ৬০ দিন পর্যন্ত একবারে থাকতে পারবেন।

আজারবাইজান, থাইল্যান্ড, ব্রুনেই, কোস্টারিকা, মঙ্গোলিয়া প্রভৃতি দেশের নাগরিকরা প্রতিবার সর্বোচ্চ ৩০ দিন করে মোট ৯০ দিন থাকতে পারবেন।

লিবিয়ার ১৩ বছরের নিচে ও ৬৫ বছরের বেশি বয়সীরা ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন।

ফিলিস্তিনের ভিআইপি পাসপোর্টধারীরাও এই সুবিধা পাবেন।

সাইপ্রাসের বিশেষ কিছু নাগরিক নির্দিষ্ট রুটে প্রবেশ করলে ৯০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই থাকতে পারবেন।

ই-ভিসা: সহজ অনলাইন পদ্ধতি

৪০টি দেশের নাগরিকরা অনলাইনে খুব সহজে ই-ভিসা পেতে পারেন। সাধারণত এর মেয়াদ ৩০ থেকে ৯০ দিন পর্যন্ত হয়ে থাকে।

আরো ৬৩টি দেশের নাগরিকদের জন্য রয়েছে শর্তসাপেক্ষ ই-ভিসার সুযোগ।

তারা তুরস্কে একবারে ৩০ দিন পর্যন্ত থাকতে পারবেন। তবে এ জন্য তাদের শেনজেন দেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা আয়ারল্যান্ডের বৈধ ভিসা বা রেসিডেন্স পারমিট থাকতে হবে।

বাংলাদেশের নাগরিকদের জন্য

বাংলাদেশ ৬৩টি শর্তসাপেক্ষ ই-ভিসা দেশের মধ্যে রয়েছে। তাই বাংলাদেশি নাগরিকরা তুরস্কে ভ্রমণ করতে চাইলে আগে থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে।

তথ্যসূত্র: ট্রাভেলোবিজ

Logo