আমিরাতে গৃহকর্মীদের জন্য নতুন বেতন বিধান অনুমোদন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১২:০০

সংযুক্ত আরব আমিরাতে গৃহকর্মীদের জন্য ওয়েজ প্রোটেকশন সিস্টেম (WPS) এখন থেকে নির্দিষ্ট কিছু পেশার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। মানবসম্পদ ও এমিরাত মন্ত্রণালয় (MOHRE) এক ঘোষণায় জানিয়েছে, ২০২৫ সালের ১ এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে।
MOHRE-এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, গৃহকর্মীদের বেতন নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের এক মাসের মধ্যে বেতন প্রদান না করলে তা ‘বিলম্বিত’ হিসেবে গণ্য হবে এবং দুই মাসের মধ্যে বেতন না দিলে নিয়োগকর্তার ফাইল স্থগিত করা হতে পারে।
বাধ্যতামূলক WPS পেশাগুলো
১. প্রাইভেট ট্রেইনার
২. প্রাইভেট টিচার
৩. হোম কেয়ারগিভার
৪. প্রাইভেট রিপ্রেজেন্টেটিভ
৫. প্রাইভেট অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার
ঐচ্ছিকভাবে WPS প্রযোজ্য পেশাগুলো
গৃহকর্মী, নাবিক, আয়া, রাঁধুনি, প্রহরী, ব্যক্তিগত গাড়িচালক, রাখাল, খামারকর্মী, বাগান কর্মী, উট প্রশিক্ষক, বাজপাখি প্রশিক্ষক, শ্রমিক
বেতন পরিশোধ সংক্রান্ত নিয়ম
বেতন অবশ্যই দিরহামে পরিশোধ করতে হবে
চুক্তির তারিখ অনুযায়ী বেতন পরিশোধের সময়সীমা ১০ কার্যদিবস
১ মাসের মধ্যে বেতন না দিলে বিলম্ব হিসেবে বিবেচিত হবে
২ মাস পার হলে নিয়োগকর্তার ফাইল MOHRE কর্তৃক স্থগিত করা হতে পারে
অনুমোদিত বেতন প্রদানের মাধ্যম
অনুমোদিত ব্যাংক ও মানি এক্সচেঞ্জের মাধ্যমে নগদ স্থানান্তর
স্মার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইলেকট্রনিক স্থানান্তর
WPS-এ রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
নিয়োগকর্তার এমিরেটস আইডি
গৃহকর্মীর এমিরেটস আইডি
কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত কোনো WPS এজেন্টের সঙ্গে নিবন্ধন
যেসব ক্ষেত্রে ছাড় প্রযোজ্য
যেসব গৃহকর্মীর বিরুদ্ধে ‘আবসকন্ডিং’ বা পালিয়ে যাবার রিপোর্ট রয়েছে
যাদের বিরুদ্ধে চলমান শ্রম বিরোধ রয়েছে
নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীরা, যারা এখনো ৩০ দিনের মধ্যে রয়েছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, WPS না মানলে আইন অনুযায়ী নিয়োগকর্তার বিরুদ্ধে প্রশাসনিক শাস্তি নেওয়া হবে। এছাড়া MOHRE নিয়মিতভাবে নিয়োগকর্তাদের স্মরণ করিয়ে দেয় যেন তারা সঠিকভাবে সিস্টেমে রেজিস্ট্রেশন করে বেতন পরিশোধ করে।
প্রয়োজনে বিস্তারিত তথ্য পাওয়া যাবে: https://www.mohre.gov.ae
তথ্যসূত্র: গালফ নিউজ