Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি সরকারের ডেটলাইন

বিদেশি ওমরাহযাত্রীদের সৌদি ছাড়ার শেষ দিন ২৯ এপ্রিল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ২৩:২৬

বিদেশি ওমরাহযাত্রীদের সৌদি ছাড়ার শেষ দিন ২৯ এপ্রিল

হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে প্রবেশের শেষ তারিখ হচ্ছে ১৩ এপ্রিল।

এটি হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

যারা ওমরাহ করতে যাবেন, তাদের সৌদি আরব ত্যাগ করার শেষ সময় হলো ২৯ এপ্রিল। মন্ত্রণালয় সতর্ক করেছে, এই সময়ের পর সৌদি আরবে অবস্থান করা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং আইনানুগ শাস্তির আওতায় আসবে।

ওমরাহ পালনের জন্য আগতদের অবশ্যই প্রথমে ভিসা নিতে হবে এবং তারপর নুসুক (Nusuk) অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট সংগ্রহ করতে হবে।

যারা ওমরাহ পালন করবেন, তাদের সচেতন থাকতে হবে যেন শুধু অনুমোদিত ও লাইসেন্সধারী অপারেটরের সেবা গ্রহণ করেন।

এই অপারেটরদের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এনডাওমেন্টস কর্তৃক অনুমোদিত হতে হবে।

আইন ভঙ্গের দায়ে ব্যক্তি, ক্যাম্পেইন সংগঠক এবং অফিসগুলোকে সর্বোচ্চ ৫০ হাজার দিরহাম পর্যন্ত জরিমানা করা হবে।

ওমরাহ পালনকারীদের অবশ্যই একটি সময় নির্ধারণ করতে হবে এবং প্রতিদিনের জন্য শুধু একটি সময়সীমা নির্ধারণের অনুমতি থাকবে।

খবর সূত্র: খালিজ টাইমস্

Logo