Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

দুবাইতে কমছে সোনার দাম, ১২ মার্চের পর এখন সর্বনিম্ন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১১:৩৪

দুবাইতে কমছে সোনার দাম, ১২ মার্চের পর এখন সর্বনিম্ন

দ্বিতীয় দিনের মতো দুবাইতে আবারো সোনার দামে চাপ পড়েছে। বর্তমানে দুবাইয়ে ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ৩৩৩.২৫ দিরহাম, যা গত ১২ মার্চের পর সর্বনিম্ন। মাসজুড়ে এই দাম ৩৩৮ থেকে ৩৪৮ দিরহামের মধ্যে ছিল। এক পর্যায়ে এটি সর্বোচ্চ ৩৫৫ দিরহামে পৌঁছেছিল।

সাম্প্রতিক সময়ে সোনার সর্বনিম্ন দাম ছিল ১০ মার্চে ৩২৫.৫ দিরহাম এবং ১১ ও ১২ মার্চে ৩২৭ দিরহাম।

দুবাইয়ের মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম কে.পি. বলেন, অনেক দিন পর সোনা ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির সময় এসেছে। আমরা দেখছি, ইউএই বাসিন্দারা এখন আবার সোনার কয়েন এবং বার কিনতে আসছেন। ক্রেতাদের প্রবণতটা এখন গয়না কেনার থেকে বেশি বিনিয়োগের দিকে ঝুঁকে আছে।

তিনি আরো বলেন, তেমন পর্যটক ক্রেতা নেই, তবে স্থানীয় বাসিন্দারাই তা পুষিয়ে দিচ্ছেন। দাম কমে যাওয়ায় তারা এপ্রিল ৩০-এ ‘অক্ষয় তৃতীয়া’ উপলক্ষে অগ্রিম বুকিং দিচ্ছেন।

আন্তর্জাতিক বাজারে, সোনা আবার প্রতি আউন্সে $৩,০০০-এর নিচে লেনদেন হচ্ছে, গত কিছু দিন ধরেই এই দুর্বল ভাব দেখা যাচ্ছে।

এই মাসের শুরুতে সোনা $৩,১৬৭ পর্যন্ত উঠে গিয়েছিল, তখন মনে হয়েছিল এটি $৩,২০০ এমনকি $৩,৩০০ পর্যন্ত পৌঁছাতে পারে। অনেকে ভেবেছিলেন $৩,৫০০-তেও পৌঁছানো কঠিন হবে না। 

সূত্র: গালফ নিউজ।

Logo