Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকলেও সৌদিতে ইকামা নবায়নের সুযোগ

প্রবাসীদের সমস্যার সমাধানে নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ২৩:৪১

পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকলেও সৌদিতে ইকামা নবায়নের সুযোগ

সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর নতুন একটি নীতিমালা ঘোষণা করেছে, যার আওতায় এখন থেকে প্রবাসীরা তাদের “ইকামা” বা রেসিডেন্সি পারমিট নবায়ন করতে পারবেন, এমনকি তাদের নির্ভরশীল বা সঙ্গী কেউ যদি বর্তমানে সৌদির বাইরে থাকেন তবুও। তবে শর্ত হচ্ছে, পরিবারের প্রধানকে সৌদি আরবে অবস্থান করতে হবে।

এই নতুন সিদ্ধান্তটি মূলত তাদের সহায়তা করার জন্য নেওয়া হয়েছে, যারা পরিবারের কোনো সদস্য দেশের বাইরে থাকার কারণে ইকামা নবায়নে সমস্যার মুখোমুখি হচ্ছেন।

নতুন নিয়ম অনুযায়ী, পরিবারের প্রধান সৌদি আরবে অবস্থান করলেই ইকামা নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

পাশাপাশি অধিদপ্তর আরো জানিয়েছে, বর্তমানে যারা সৌদি আরবের বাইরে রয়েছেন, তাদের এক্সিট ও রি-এন্ট্রি ভিসা অনলাইনে সম্পূর্ণভাবে নবায়ন করা যাবে। এটি “সাদাদ" সিস্টেম এবং “আবশার” প্ল্যাটফর্মের মাধ্যমে করা যাবে, কোনো পাসপোর্ট অফিসে সরাসরি যাওয়ার প্রয়োজন নেই।

নতুন এই নিয়মটির গুরুত্বপূর্ণ মানবিক ও প্রশাসনিক দিক রয়েছে। ফলে অনেক সমস্যার সমাধান সহজ হবে। যেমন: সন্তানদের বিদেশে পড়তে যাওয়া, অসুস্থ কোনো সদস্যকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া অথবা জরুরি পারিবারিক পরিস্থিতিতে কারো বিদেশে যাওয়া।

আগে পরিবারের সব সদস্যকে সৌদি আরবে থাকতে হতো, যা ইকামা নবায়নে বিলম্ব ও আইনি জটিলতার ঝুঁকি সৃষ্টি করত।

আপডেটেড নির্দেশনার মাধ্যমে এখন পরিবারগুলো তাদের বৈধ অবস্থান বজায় রাখতে পারবে এবং প্রয়োজনীয় সব সেবা পেতে পারবে, এমনকি যদি একজন সদস্য সৌদির বাইরে থাকেন তবুও। যতক্ষণ না পরিবারের প্রধান সৌদি আরবে থেকে নবায়ন প্রক্রিয়া পরিচালনা করেন।

সূত্র: গালফ নিউজ

Logo