হাজরে আসওয়াদের সামনে ধাক্কাধাক্কি না করার পরামর্শ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৯:৪১

ইসলাম ধর্মের পবিত্রতম স্থান মক্কার গ্র্যান্ড মসজিদে পবিত্র হাজরে আসওয়াদ পাথরের পাশে হাজিদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে না থাকার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ মনে করছে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে জায়গাটিতে ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। তাছাড়া এমন আচরণ অন্য হাজিদের চলাচলে বাধার সৃষ্টি করে।
সৌদি হজ মন্ত্রণালয় ব্যাখ্যা করে আরো বলেছে, ওমরাহ পালনকালে বা ছোট হজের সময় পবিত্র কাবা শরিফের পূর্ব কোণে স্থাপন করা হাজরে আসওয়াদের পাশে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে গ্র্যান্ড মসজিদের কেন্দ্রীয় চত্বরে তাওয়াফরত হাজিদের মসৃণ চলাচলেও বাধার সৃষ্টি হয়।
মন্ত্রণালয় হাজিদের এই আচরণ পরিহার করার অনুরোধ জানিয়েছে। অনেক হাজি এই পবিত্র পাথর ছোঁয়া বা চুম্বন দেওয়ার জন্য কখনো কখনো একে অপরকে ধাক্কা দেন বা ঠেলাঠেলি করেন।
সৌদি মন্ত্রণালয় বলছে, তাওয়াফের স্বীকৃতির জন্য হাজরে আসওয়াদের সামনে থেমে যাওয়া বা দাঁড়ানো কোনো শর্ত নয়। হাজিরা চলতে চলতেই কালো পাথরের দিকে ইশারা করতে পারেন।
হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, কালো পাথরটি জান্নাত থেকে নেমে এসেছিল এবং তা ছিল দুধের মতো সাদা, কিন্তু আদম সন্তানের পাপের কারণে তা কালো হয়ে গেছে।
ওমরাহর মূল নিয়মগুলোর মধ্যে রয়েছে: পবিত্র কাবা শরিফের চারপাশে সাতবার তাওয়াফ করা এবং সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে সাতবার আসা-যাওয়া করা- এই দুটি রীতিই গ্র্যান্ড মসজিদে সম্পন্ন হয়।
বর্তমান ওমরাহ মৌসুম শুরু হয়েছে জুন মাসের শেষ দিকে বা হজ মৌসুম শেষ হওয়ার পর থেকে। এই ওমরাহ বছরব্যাপী পালন করা যায়। সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি ওমরাহযাত্রীদের জন্য দেশ ছাড়ার শেষ দিন হিসেবে ২৯ এপ্রিল নির্ধারণ করা হয়েছে, যা ইসলামী চন্দ্র মাস জিলকদ মাসের প্রথম দিনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। কারণ, সৌদি আরব আসন্ন হজ মৌসুম উপলক্ষে প্রস্তুতি জোরদার করছে।
সূত্র: গালফ নিউজ