Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সংযুক্ত আরব আমিরাতে চাকরির ভুয়া অফার ও ভিসা প্রতারণা এড়াতে করণীয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১১:১০

সংযুক্ত আরব আমিরাতে চাকরির ভুয়া অফার ও ভিসা প্রতারণা এড়াতে করণীয়

সংযুক্ত আরব আমিরাতে কাজের জন্য প্রাপ্ত চাকরির অফার নিয়ে অনেকেই উত্তেজিত হন, কিন্তু সব অফারই আসল নাও হতে পারে। বিশেষ করে যারা দেশের বাইরে অবস্থান করছেন, তাদের জন্য ভুয়া চাকরির অফার ও ভিসা প্রতারণা একটি বড় ঝুঁকি। তবে সৌভাগ্যবশত এসব প্রতারণা এড়ানোর জন্য সংযুক্ত আরব আমিরাত সরকার সরকারি অনলাইন সেবা চালু করেছে, যার মাধ্যমে চাকরির অফার ও কোম্পানির বৈধতা যাচাই করা সম্ভব।

চাকরির অফার যাচাই করবেন কীভাবে?

সব বৈধ চাকরির অফার সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও ইমিরেটাইজেশন মন্ত্রণালয় (MOHRE) এর মাধ্যমে রেজিস্টার্ড হয়ে থাকে। প্রত্যেক অফারের সঙ্গে থাকে একটি ট্রানজেকশন নম্বর এবং কোম্পানি নম্বর, যার মাধ্যমে অনলাইনে যাচাই করা যায় অফারটি সত্য কিনা।

MOHRE-র অফিসিয়াল ওয়েবসাইটে (www.mohre.gov.ae) গিয়ে করণীয়:

- মেনু থেকে "Services" এ ক্লিক করুন

- "New Enquiry Services" অপশন বেছে নিন

- "Enquiry for Job Offer" নির্বাচন করুন

- নিচের তথ্যগুলো দিন:

ট্রানজেকশন নম্বর

কোম্পানি নম্বর

অফারপত্র ইস্যুর তারিখ (From Date এবং To Date)

পারমিট টাইপ (সাধারণত "All Work Permits")

যদি অফারটি MOHRE-তে রেজিস্টার্ড থাকে, তবে সিস্টেমে সেই চুক্তিপত্র দেখাবে। না দেখালে ধরে নিতে হবে যে অফারটি ভুয়া অথবা সঠিকভাবে সাবমিট করা হয়নি।

MOHRE অনুযায়ী, বৈধ অফার লেটারে নিচের বিষয়গুলো থাকা বাধ্যতামূলক:

- চুক্তির ধরন

- বেতন কাঠামো (মাসিক, দৈনিক, কমিশনভিত্তিক ইত্যাদি)

- সাপ্তাহিক ছুটির বিবরণ

- নোটিশ পিরিয়ড

- চাকরিতে যোগদানের তারিখ

- পদের নাম

- কোম্পানি নম্বর

কোম্পানিটি বৈধ কিনা বুঝবেন কীভাবে?

চাকরিদাতা প্রতিষ্ঠানটি সংযুক্ত আরব আমিরাতে বৈধভাবে নিবন্ধিত কিনা, তা যাচাই করতে পারেন National Economic Registry (NER)-এর মাধ্যমে।

যেভাবে চেক করবেন

- www.growth.gov.ae-এ প্রবেশ করুন

- "Inquire about Economic Licences" অপশন নির্বাচন করুন

- UAE Pass দিয়ে লগইন করুন

- প্রতিষ্ঠানের নাম (আরবি ও ইংরেজিতে) লিখে ক্যাপচা পূরণ করুন

- এর মাধ্যমে কোম্পানির লাইসেন্স, বৈধতা ও অন্যান্য তথ্য দেখা যাবে।

বিশেষ সতর্কতা

- চাকরির অফার হাতে পাওয়ার পর অবশ্যই MOHRE-র মাধ্যমে যাচাই করুন

- অফিসিয়াল চুক্তি ও অফার লেটারে মিল রয়েছে কিনা তা নিশ্চিত হোন

- ট্রানজেকশন ও কোম্পানি নম্বর ছাড়া কোনো অফারে সম্মতি দেবেন না

প্রয়োজনে নিজ দেশের সংযুক্ত আরব আমিরাত দূতাবাসে যোগাযোগ করে যাচাই করতে পারেন

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo