Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

৫ বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা সহজ করছে আমিরাত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১১:১২

৫ বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা সহজ করছে আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে ঘন ঘন যাতায়াতকারী পর্যটকদের জন্য দারুণ এক সুযোগ চালু করেছে দেশটির সরকার। নতুন এই উদ্যোগে আবেদনকারীরা এখন থেকে পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা নিতে পারবেন, যা বছরে একাধিকবার ভ্রমণ এবং প্রতি বছর সর্বোচ্চ ১৮০ দিন অবস্থানের সুযোগ দেবে।

দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেইনার্স অ্যাফেয়ার্স (GDRFA) জানিয়েছে, এই ভিসায় প্রতি ভ্রমণে সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করা যাবে এবং চাইলে সেটি আরো ৯০ দিনের জন্য বাড়ানো সম্ভব হবে, তবে মোট অবস্থান ১৮০ দিনের বেশি হওয়া যাবে না।

ভিসা পেতে হলে আবেদনকারীদের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। যেমন-

- কমপক্ষে ৬ মাস মেয়াদি বৈধ পাসপোর্ট

- রিটার্ন বা অনওয়ার্ড ট্রাভেল টিকিট

- ইউএইতে বৈধ স্বাস্থ্য বীমা

- গত ৬ মাসে ব্যাংকে কমপক্ষে ৪ হাজার মার্কিন ডলার সমপরিমাণ অর্থ জমা থাকার প্রমাণ

যা লাগবে আবেদন করতে

- পাসপোর্টের কপি (ছয় মাসের মেয়াদ থাকতে হবে)

- সাম্প্রতিক তোলা ছবি

- ব্যাংক স্টেটমেন্ট (৬ মাসের)

- স্বাস্থ্য বীমার ডকুমেন্ট

- রিটার্ন বা অনওয়ার্ড টিকিট

আবেদন করতে হলে GDRFA-এর অফিসিয়াল ওয়েবসাইট gdrfad.gov.ae/en-এ অ্যাকাউন্ট খুলে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে অনলাইনে ফি পরিশোধ করে আবেদন জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার পরে SMS ও ইমেইলের মাধ্যমে আপডেট জানিয়ে দেওয়া হবে এবং অনুমোদন হলে ইমেইলে ডিজিটাল ভিসা কপি পাঠানো হবে।

মেয়াদ ভিসা ফি: ৩০ দিন (৩০০ দিনার), ৬০ দিন (৫০০ দিনার), ৯০ দিন (৭০০ দিনার)

এর সাথে যুক্ত হবে VAT ৫%, গ্যারান্টি ফি ২ হাজার দিনার, অন্যান্য সার্ভিস ফি ৭০ দিনার (প্রায়), স্বাস্থ্য বীমা ফি ৪০-৯০ দিনার, দেশে অবস্থানরতদের জন্য অতিরিক্ত ফি ৫০০ দিনার।

GDRFA জানায়, আবেদন জমার ২ থেকে ৫ কর্মদিবসের মধ্যে ভিসা ইস্যু সম্পন্ন হয়। এই ভিসার জন্য কোনো স্পন্সরের প্রয়োজন নেই। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো, ব্যবসায়িক কাজ বা ঘন ঘন ভ্রমণকারীদের জন্য এটি একটি উপযুক্ত এবং দীর্ঘমেয়াদি সমাধান বলে মনে করছে ভিসা কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo