Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

অননুমোদিত হজ প্যাকেজ নিয়ে প্রতারণা: সৌদি কর্তৃপক্ষের সতর্কবার্তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১১:১৫

অননুমোদিত হজ প্যাকেজ নিয়ে প্রতারণা: সৌদি কর্তৃপক্ষের সতর্কবার্তা

আসন্ন হজ মৌসুম সামনে রেখে অননুমোদিত ও প্রতারণামূলক হজ প্যাকেজ থেকে সতর্ক থাকতে হজযাত্রীদের আহ্বান জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। 

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ভুয়া বিজ্ঞাপন ও অনুমোদনহীন চ্যানেলের মাধ্যমে প্রচারিত কোনো তথ্য বা অফার বিশ্বাসযোগ্য নয়, এবং সেগুলোর সঙ্গে হজ কর্তৃপক্ষের কোনো সম্পর্ক নেই। 

হজ পালনের জন্য সঠিক ও বৈধ ভিসা অবশ্যই সরকার অনুমোদিত চ্যানেল থেকে নিতে হবে। বৈধ মাধ্যমগুলো হলো: 

বিশ্বের ৮০টিরও বেশি দেশের হজ অ্যাফেয়ার্স অফিস অথবা নুসুক (Nusuk) হজ প্ল্যাটফর্ম, যা ১২৬টিরও বেশি দেশের যাত্রীরা ব্যবহার করতে পারেন এবং সরাসরি বুকিং সুবিধা দেয়। নুসুক প্ল্যাটফর্ম 

হজযাত্রীদের সহায়তা দিতে ২৪ ঘণ্টা চালু রয়েছে "Guests of God Care Centre", যেখানে বহু ভাষায় সেবা পাওয়া যাবে। 

- কিংডমের ভিতরে কল: ১৯৬৬

- আন্তর্জাতিক কল: +৯৬৬৯২০০০২৮১৪

- ইমেইল: care@haj.gov.sa 

মন্ত্রণালয় আরো জানায়, হজ-সংক্রান্ত তথ্য যাচাই করে নেওয়া জরুরি। ভুল বা প্রতারণামূলক অফারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে। 

তথ্যসূত্র: গালফ নিউজ 

Logo