Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে অস্থির স্বর্ণের বাজার

স্বর্ণ কিনে কারো এক দিনে লাভ ১২শ দিরহাম!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১১:২০

স্বর্ণ কিনে কারো এক দিনে লাভ ১২শ দিরহাম!

সংবাদের অডিও শুনতে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে কঠোর ‘রেসিপ্রোকাল বা পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার ক’দিন পরই ৯০ দিনের বিরতির ঘোষণা দেন, ফলে স্বর্ণের বৈশ্বিক বাজারে ব্যাপক ওঠানামা দেখা যায়।

এই অস্থির বাজারে বুধবার স্বর্ণের দাম নজিরবিহীনভাবে কমে গেলে এক দুবাই বাসিন্দা সেই সুযোগে ১০টি ১০ গ্রামের স্বর্ণের কয়েন কেনেন এবং মাত্র ২৪ ঘণ্টায় ১২শ দিরহামের বেশি লাভ করেন। তিনি জানান, গত দুই সপ্তাহ ধরে দাম পর্যবেক্ষণ করছিলেন।

তিনি বলেন, “আমি খুব বড় বিনিয়োগকারী নই, তবে গত দেড় বছর ধরে প্রতি মাসে সোনার কয়েন কিনছি। মার্চে আমি একটি বোনাস পেয়েছিলাম, যা স্বর্ণ কেনার জন্য রেখেছিলাম, কিন্তু দাম তখন রেকর্ড উচ্চতায় ছিল। তাই আমি অপেক্ষা করছিলাম। বুধবার সকালে অনলাইনে দাম দেখি এটি অনেক কমেছে। সঙ্গে সঙ্গে আমি একটি পরিচিত গোল্ড রিটেইলার থেকে ১০টি কয়েন কিনি। বৃহস্পতিবার দেখি আমার লাভ হয়েছে ১২শ দিরহামের বেশি।”

বিক্রিতে হঠাৎ বৃদ্ধি

বুধবার স্বর্ণের দামে পতনের সময় অনেক ইউএই রিটেইলার ক্রেতার ভিড় দেখেছে। জয়ালুক্কাস ইন্টারন্যাশনাল অপারেশনের ম্যানেজিং ডিরেক্টর জন পল আলুক্কাস বলেন, “আমরা ক্রেতাদের  স্বর্ণ কেনায় জোর আগ্রহ দেখছি। অনেকেই আমাদের প্রাইস-হোল্ড অফার কাজে লাগিয়ে কম দামে কিনে ফেলেছেন, বিশেষ করে আসন্ন অক্ষয় তৃতীয়ার কথা মাথায় রেখে। মানুষ বুঝতে পারছে, স্বর্ণ চিরন্তন ও নিরাপদ বিনিয়োগ।”

বৃহস্পতিবার আমিরাতে স্বর্ণের দাম গ্রামপ্রতি ১০ দিরহামের বেশি বেড়ে যায়। দুবাই জুয়েলারি গ্রুপ-এর ওয়েবসাইটে দেখা যায়, ২৪ ক্যারেট স্বর্ণ খোলার সময় দাম ছিল ৩৭৬.৫ দিরহাম প্রতি গ্রাম, যা বুধবারের ৩৬৩.৫ দিরহামের চেয়ে ১৩.৫ দিরহাম বেশি। একই ধরনের বৃদ্ধি ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট স্বর্ণের বেলাতেও দেখা গেছে।

স্বর্ণ কেনায় সতর্কতা

তবে স্বর্ণ কেনায় সবাই একইভাবে সাড়া দেয়নি। জাইবা জুয়েলার্সের ম্যানেজিং ডিরেক্টর আমিনা মোহাম্মদ আলী বলেন, মূল্য হ্রাসের সময় বিক্রি বেড়েছিল, তবে সেটি দীর্ঘস্থায়ী ছিল না বলে কেনার আচরণে বড় কোনো পরিবর্তন আমরা দেখিনি। মোরিক্কাপ গ্রুপের চেয়ারম্যান নিশিন থাসলিম বলেন, “অনেকেই এখনো মূল্যের আরো হ্রাসের অপেক্ষায় আছেন, তবেই কিনবেন।”

বাজারে অস্থিরতা, তবে স্বর্ণই আশ্রয়

সম্প্রতি ট্রাম্প ঘোষণা দেন, তিনি চীনের ওপর ১২৫% শুল্ক আরোপ করছেন, যা বৈশ্বিক বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এক্সনেসের সিনিয়র ফাইন্যান্সিয়াল মার্কেট স্ট্র্যাটেজিস্ট টেরেন্স হোভে বলেন, “স্বর্ণের দামে হঠাৎ পতনের প্রতিক্রিয়া মিশ্র ছিল। কেউ কেউ মুনাফা তুলে নিতে স্বর্ণ বিক্রি করেছে, কেউ আবার কিনেছে নিরাপদ বিনিয়োগ হিসেবে। মার্কেটের ঝুঁকি বাড়ায়, অনেকেই এই সুযোগে স্বর্ণ কিনেছে।“ তিনি আরো বলেন, “নিবিড় নজরদারি, ঝুঁকি ব্যবস্থাপনা এবং বৈচিত্র্যকরণ খুব গুরুত্বপূর্ণ। বর্তমান অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগকারীদের সতর্ক থাকা দরকার।”

দীর্ঘমেয়াদে স্বর্ণে বিনিয়োগে আশার কথা

স্বর্ণে বিনিয়োগকারী আমিনা বলেন, “স্বর্ণের দাম ওঠানামা করবে, তবে দীর্ঘমেয়াদে এর মূল্য সব সময়ই বেড়েছে। তাই আজকেই কেনা ভালো।”

নিশিন বলেন, “চলমান ভূরাজনৈতিক উত্তেজনা বাজারে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। এমন সময়ে স্বর্ণ নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচিত হয়, যা অন্য যে কোনো অনিশ্চিত বিনিয়োগ থেকে সম্পদ রক্ষা করতে পারে। এছাড়া অক্ষয় তৃতীয়ায় স্বর্ণ কেনার ঐতিহ্য বহু প্রজন্ম ধরে চলে আসছে। তাই এটি স্বর্ণ কেনার জন্য নিঃসন্দেহে ভালো সময়।”

সূত্র: খালিজ টাইমস

Logo