Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স: ম্যাঁক্রো

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১১:৪০

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স: ম্যাঁক্রো

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো স্পষ্ট করে বলেছেন, ফ্রান্স কয়েক মাসের মধ্যে, সম্ভবত জুন মাসে একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।

বুধবার সম্প্রচারিত একটি ফরাসি টিভিকে দেয়া সাক্ষাৎকারে ম্যাঁক্রো এই মন্তব্য করেন। মিসর সফরের পর তিনি এই মন্তব্য করেন, যেখানে তিনি মিসর ও জর্ডানের নেতাদের সাথে গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং গাজা থেকে আসা ফিলিস্তিনি উদ্বাস্তুদের সাথে সাক্ষাৎ করেন।

ম্যাঁক্রো বলেন, আগামী মাসগুলোতে স্বীকৃতির দিকে এগিয়ে যাওয়া প্রয়োজন। তার ভাষ্যমতে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনের লক্ষ্যে আসন্ন জাতিসংঘের সম্মেলনে এই পদক্ষেপ নেওয়া যেতে পারে। জুন মাসে নিউইয়র্কে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রায় ১৫০টি দেশ ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি অন্তর্ভুক্ত থাকা পশ্চিমা শক্তিগুলোর পাশাপাশি জাপান এখনো স্বীকৃতি দেয়নি।

উল্লেখ্য, ফ্রান্স দীর্ঘদিন ধরে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধানকে সমর্থন করে আসছে।

তথ্যসূত্র: এনএইচকে নিউজ

Logo