Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

উমরাহ ভিসার সময়সীমা ভঙ্গকারীদের জেলে বা ফেরত পাঠাবে সৌদি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৮:২৫

উমরাহ ভিসার সময়সীমা ভঙ্গকারীদের জেলে বা ফেরত পাঠাবে সৌদি

হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে ভিসা লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সৌদি সরকার। 

সৌদি আরব ঘোষণা করেছে, যারা উমরাহ ভিসার নিয়ম লঙ্ঘন করবে এবং আগামী ২৯ এপ্রিলের মধ্যে দেশ ত্যাগ না করলে তাদের জরিমানা, কারাদণ্ড ও সৌদি থেকে বহিষ্কার করা হবে।

সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় নিশ্চিত করেছে, বর্তমানে যারা উমরাহ ভিসায় সৌদি আরবে অবস্থান করছেন, তাদের চূড়ান্ত সৌদি ছেড়ে যাওয়ার তারিখ ২৯ এপ্রিল। এই সময়সীমা পেরিয়ে কেউ থাকলে, তা অপরাধ হিসেবে বিবেচিত হবে।

এই সিদ্ধান্তটি চলতি বছরের হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে নেওয়া হয়েছে। কারণ, অনেকেই ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সৌদি আরবে থাকার চেষ্টা করছে, যা নিরাপত্তা ও ব্যবস্থাপনার জন্য ঝুঁকিপূর্ণ।

সৌদির জননিরাপত্তা পরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আবদুল্লাহ আল বাসসামি বলেন, নিরাপত্তা আমাদের জন্য রেড লাইন। হাজিদের মর্যাদা রক্ষা এবং নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।”

তিনি আরো জানান, সৌদি আরবের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা মক্কার প্রবেশপথ থেকে শুরু করে গ্র্যান্ড মসজিদ পর্যন্ত পর্যবেক্ষণ করে। কেউ নিয়ম লঙ্ঘন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া জাতীয় কোটার সীমা অতিক্রম করা বা ভিসার সময়সীমা অতিক্রম করা পুরো হজ ব্যবস্থাপনাকে ঝুঁকিতে ফেলে বলে সতর্ক করেন কর্মকর্তারা।

নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আদেল জমজামি বলেন, স্মার্ট সিটি প্রযুক্তিতে সৌদি আরব বিশ্বে পথপ্রদর্শক। কিন্তু কেউ নিয়ম ভাঙলে তারা এই পরিশীলিত ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে দেশজুড়ে যৌথ অভিযানের মাধ্যমে ভিসা লঙ্ঘনকারীদের গ্রেপ্তার শুরু করেছে। ২৭ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত অভিযানে ১৮,৪০০ জন ধরা পড়েছে, যাদের মধ্যে ১২,৯৯৫ জন আবাসিক আইন লঙ্ঘনকারী এবং ৩,৫০০ জন অবৈধভাবে সীমান্ত পেরোনোর চেষ্টা করছিল।

আইন উপদেষ্টা আহমাদ আল মালিকি জানিয়েছেন—

প্রথমবার ভিসা লঙ্ঘনকারীদের ক্ষেত্রে ১৫ হাজার সৌদি রিয়াল (প্রায় ৪ হাজার ডলার) জরিমানা এবং তাৎক্ষণিক বহিষ্কার করা হবে।

দ্বিতীয়বার লঙ্ঘন করলে ২৫ হাজার রিয়াল জরিমানা, ৩ মাসের কারাদণ্ড, এবং বহিষ্কার।

বারবার অপরাধে জরিমানা ৫০ হাজার রিয়াল, ৬ মাসের কারাদণ্ড, ও দেশত্যাগ বাধ্যতামূলক।

যারা এই ভিসা লঙ্ঘনকারীদের আশ্রয় দেয়, চাকরি দেয় বা পরিবহন করে, তারা ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা, কারাদণ্ড; বিদেশি হলে বহিষ্কার, এমনকি যানবাহন জব্দ হওয়ার ঝুঁকিতে পড়বে।

উমরাহ সেবা প্রদানকারী কোম্পানিগুলোর ক্ষেত্রেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে, যদি তারা সময়মতো ভিসার মেয়াদোত্তীর্ণ হাজিদের ব্যাপারে না জানায়—

প্রথমবারে ২৫ হাজার রিয়াল

দ্বিতীয়বারে ৫০ হাজার রিয়াল

বারবার করলে ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা।

পরিশেষে, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল বাসসামি বলেন, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। যে কেউ এই নিরাপত্তা ব্যবস্থা ভাঙার চেষ্টা করবে, তাকে কঠোরভাবে দমন করা হবে।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo